সরকারি সুবিধা পেতে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করুন এইভাবে ফ্রী
Uidai (Aadhaar Card) এর তরফ থেকে Tweet করে জানিয়ে দেওয়া হয়েছে যে, “1700+ এর বেশি সরকারি স্কিম এবং বেসরকারি পরিষেবার সুবিধা উপভোগ করতে সর্বদা আপনার POI/POA নথিগুলি আপডেট রাখুন।” অর্থাৎ সরকারি প্রকল্পের সুবিধা/টাকা পেতে কোনোরকম যাতে অসুবিধার সম্মুখীন হতে না হয়, এরজন্য সর্বদা আপনার আধার কার্ড ডকুমেন্ট আপডেট করে রাখুন।
আধার কার্ড ডকুমেন্ট আপডেট এর সময়সীমা রয়েছে ১৪/০৯/২০২৩ তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে Aadhaar Card Document Update করলে, সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে পারবেন। তবে আধার গ্রাহকদের জন্য সুখবর যে,এই তারিখ ইতিমধ্যেই বাড়িয়ে ১৪/১২/২০২৩ তারিখ পর্যন্ত করেছে Uidai। এখন আপনি ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে।
আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে দুটো ডকুমেন্টস এর প্রয়োজন। একটি হলো POA- Proof Of Address অপরটি হলো POI- Proof Of Identity। এই দুটো ডকুমেন্টস 2MB এর মধ্যে JPEG/PNG/PDF ফরমেটে আপলোড করতে হবে।
Aadhar Card Document Update Bengali / Aadhar Card Document Update Online Bengali
১) প্রথমে আপনাকে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Log In এ ক্লিক করে, আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৩) এরপর Document Update এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে ২ বার Next এ ক্লিক করুন।
৫) এরপর আপনার নাম,ঠিকানা, বয়স চলে আসবে তা মিলিয়ে Submit করুন।
৬) পরবর্তী পেজে দুটো ডকুমেন্টস আপলোড করে দিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
আধার কার্ড ডকুমেন্ট আপডেট কাদের করতে হবে না দেখুনঃ- ক্লিক
Website Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক