চাকরি

বাংলা সহায়তা কেন্দ্রে আরও প্রায় ৩ হাজার কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ সরকার বাংলার মানুষদের কাছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা হাতের কাছে পৌঁছে দিতে বাংলা সহায়তা কেন্দ্র চালু করেছেন। বাংলা সহায়তা কেন্দ্র থেকে রাজ্যবাসী বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বিভিন্ন ফর্ম ফিলাপ এর সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকে। এবার বাংলা সহায়তা কেন্দ্রে আধার কার্ড এরও কাজ শুরু হবে বলে জানা গেছে সূত্র মারফত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে রাজ্যের ২৩ টি জেলায় ৩৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র চালু রয়েছে,যেখানে মোট ৭১২২ জন কর্মরত রয়েছে। এবার আরও ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র খোলা হবে, যেখানে ২৯২২ জন কর্মী নিয়োগ করা হবে। রাজ্য মন্ত্রীসভার সাম্প্রতিক বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর ও পড়েছে।

কোন জেলায় কত গুলো করে বাংলা সহয়তা কেন্দ্র খোলা হবে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

১) আলিপুরদুয়ার জেলায় ৩৪ টি বাংলা সহায়তা কেন্দ্র,
২) বাঁকুড়া জেলায় ৭৮ টি বাংলা সহায়তা কেন্দ্র,
৩) বীরভূম জেলায় ৬৪ টি বাংলা সহায়তা কেন্দ্র,
৪) কোচবিহার জেলায় ৪৮ টি বাংলা সহায়তা কেন্দ্র,
৫) দক্ষিণ দিনাজপুর জেলায় ২৩ টি বাংলা সহায়তা কেন্দ্র,
৬) দার্জিলিং জেলায় ৩৬ টি বাংলা সহায়তা কেন্দ্র,
৭) হুগলি জেলায় ৭৯ টি বাংলা সহায়তা কেন্দ্র,

৮) হাওড়া জেলায় ৬০ টি বাংলা সহায়তা কেন্দ্র,
৯) জলপাইগুড়ি জেলায় ৩৫ টি বাংলা সহায়তা কেন্দ্র,
১০) ঝাড়গ্রাম জেলায় ৩৪ টি বাংলা সহায়তা কেন্দ্র,
১১) কালিম্পং জেলায় ২৯ টি বাংলা সহায়তা কেন্দ্র,
১২) মালদহ জেলায় ৭২ টি বাংলা সহায়তা কেন্দ্র,
১৩) মুর্শিদাবাদ জেলায় ১০৭ টি বাংলা সহায়তা কেন্দ্র,
১৪) নদীয়া জেলায় ৭৭ টি বাংলা সহায়তা কেন্দ্র,
১৫) উত্তর ২৪ পরগনা জেলায় ৮২ টি বাংলা সহায়তা কেন্দ্র,
১৬) পশ্চিম বর্ধমান জেলায় ২৮ টি বাংলা সহায়তা কেন্দ্র,
১৭) পশ্চিম মেদিনীপুর জেলায় ১০৩ টি বাংলা সহায়তা কেন্দ্র,
১৮)পূর্ব বর্ধমান জেলায় ৭৩ টি বাংলা সহায়তা কেন্দ্র,
১৯) পূর্ব মেদিনীপুর জেলায় ১০১ টি বাংলা সহায়তা কেন্দ্র,
২০) পুরুলিয়া জেলায় ৬৪ টি বাংলা সহায়তা কেন্দ্র,
২১) দঃ ২৪ পরগনা জেলায় ১৫৯ টি বাংলা সহায়তা কেন্দ্র,
২২) উঃ দিনাজপুর জেলায় ৪৫ টি বাংলা সহায়তা কেন্দ্র,
২৩) কলকাতায় মোট ৩০ টি বাংলা সহায়তা কেন্দ্র চালু হচ্ছে।

বাংলা সহয়তা কেন্দ্র অনলাইন আবেদন লিংক:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপের যুক্ত হন:- লিংক

Related Articles

Back to top button