বাংলা শস্য বীমা ফর্ম ফিলাপ ও কি কি ডকুমেন্টস দেখুন? কত টাকা দিবে এই প্রকল্পে?
আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল কৃষককে Crop Insurance করতে বললেন। Crop Insurance অর্থাৎ ফসল বীমা, এই প্রকল্পের আওতায় রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্কে সরাসরি ফসল বীমার টাকা পাঠিয়ে থাকেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়ে দিলেন ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে, সেখানে যেনো সকল কৃষক Crop Insurance Apply করে নেয়।
ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্পে রবি মরশুমের ফসল বীমার ফর্ম ফিলাপ শুরু হয়েছে অর্থাৎ বাংলা শস্য বীমার। Crop Insurance করা যাবে যে সমস্ত ফসলে তা হলো আলু, গম, ছোলা, মসুর, সরিষা, খেসারি এবং রবি ভুট্টা।
এছাড়াও বোরো ধান ও গ্রীষ্মকালীন ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল, গ্রীষ্মকালীন চীনাবাদাম এবং আখের জন্য বাংলা শস্য বীমার আওতায় কৃষকেরা Crop Insurance এর আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পে। ইতিমধ্যেই বাংলা শস্য বীমার ফর্ম ফিলাপ শুরু হয়েছে, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত দেখে নিন আজকের প্রতিবেদনে।
বাংলা শস্য বীমা(Bangla Shasya Bima) অর্থাৎ Crop Insurance এ সকল কৃষকেরা আবেদন করতে পারবেন। নিজস্ব জমি কিংবা পাট্টা জমি, ভাগচাষী চমি কিংবা জমি ভাড়া নিয়ে চাষ করা কৃষকেরাও Crop Insurance Apply করতে পারবে।
Bangla Shasya Bima From Fill Up করার সময় কি কি ডকুমেন্টস লাগবেঃ-
১) কৃষকের আধার কার্ড,
২) কৃষকের ভোটার কার্ড,
৩) কৃষকের জমির ডকুমেন্টস,
৪) কৃষকের ব্যাঙ্কের পাশবই,
৫) কেসিসি অ্যাকাউন্ট নাম্বার(যদি থাকে),
৬) কৃষক বন্ধু আইডি নাম্বার(যদি থাকে)।
কৃষক বন্ধু আইডি নাম্বার চেক করার পদ্ধতি দেখুনঃ- ক্লিক করুন
বাংলা শস্য বীমা ফর্ম ফিলাপ / Bangla Shasya Bima From Fill Up / Bangla Shasya Bima Rabi From Download Pdf
১) প্রথমে আপনাকে বাংলা শস্য বীমার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে, নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্প থেকে।এছাড়াও নিচের লিংকে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন।
২) এরপর কৃষকের নাম,ঠিকানা, জমির বিবরণ উল্লেখ করুন ও ব্যাঙ্কের তথ্য উল্লেখ করুন।
৩) এরপর আবেদন ফর্ম ও ডকুমেন্টস সহকারে নিকটবর্তী কৃষি অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলেই আবেদন হয়ে যাবে।
Bangla Shasya Bima Application Status Check / বাংলা শস্য বীমা টাকা চেক / বাংলা শস্য বীমা চেক লিস্ট
১) এরজন্য আপনাকে bangla shasya bima এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Application Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Application Id দিয়ে Status Check করে নিন।
Bangla Shasya Bima Form 2023 Pdf Download:- Link