CSC পুলিশ ভেরিফিকেশন ডকুমেন্টস আপলোড করুন, না হলে বন্ধ হয়ে যাবে আইডি
কেন্দ্র সরকার CSC অর্থাৎ Common Service Centres (CSC) চালু করেছেন। এই পোর্টাল থেকে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ইনসুরেন্স, গ্যাস বিল, পেমেন্ট ইত্যাদি অনেক কিছু কাজ করা যায়।
Common Service Centres (CSC) এ কাজ করতে গেলে CSC Id & Password এর দরকার হয়। এরজন্য অনলাইন আবেদন করতে হয়।
তবে ইতিমধ্যে Common Service Centres (CSC) নিয়ে বড়ো আপডেট চলে এসেছে
Last opportunity for CSC VLE pic.twitter.com/xyboDfLi6a
— dinesh tyagi Retd IAS (@dintya15) June 30, 2022
যাদের কাছে Common Service Centres (CSC) Id Password আছে তাদের পুলিশ ভেরিফিকেশন ডকুমেন্টস আপলোড করতে হবে Common Service Centres (CSC) পোর্টালে গিয়ে। কিভাবে আপলোড করতে হয় দেখুন।
CSC Police Verification Certificate Upload West Bengal | CSC Police Verification Certificate Online Apply
১) প্রথমে আপনাকে Common Service Centres (CSC) এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর আইডি দিয়ে লগইন করতে হবে।
৩) এরপর KYC Update অপশন থেকে Police Certificate Upload অপশনে ক্লিক করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আপলোড করুন।
৪) 10KB থেকে 200KB এর মধ্যে আপলোড করতে হবে JPG,JPEG,PNG Format এ।
Website Link:- Click
CSC Police Verification Certificate Upload Video:- দেখুন
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক