মাধ্যমিক পাশ যুবক-যুবতীদের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এল হিন্দুস্তান কপার লিমিটেড (HCL)। রাজস্থানের খেতরি কপার কমপ্লেক্সে একাধিক ওয়ার্কম্যান পদে নিয়োগ শুরু করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৮টি শূন্যপদে কর্মী নেওয়া হবে।
আজ সকাল ১১টা থেকে আবেদন শুরু। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
হিন্দুস্তান কপার লিমিটেড (HCL) এর অধীনে কোন কোন পদে নিয়োগ করবে দেখে নিন—
১. চার্জম্যান (ইলেকট্রিক্যাল):
পদসংখ্যা: ৪
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী এস সি, এস টি ও ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৮,৭৪০ – ৭২,১১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এই পদের আবেদনের জন্য টেন পাশ হলেই হবে তবে তাদের ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। পাশাপাশি ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা আইটিআই পাশরাও এ পদে আবেদন করতে পারবে তাদের জন্য ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
২. ইলেকট্রিশিয়ান ‘A’:
পদসংখ্যা: ২
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী এস সি, এস টি ও ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৮,৪৩০ – ৫৯,৭০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: টেন পাশ অথবা ইলেকট্রিক্যাল বিষয়ে আইটিআই পাশ।
তবে মাধ্যমিক পাশ দের ৭ বছরের কাজের অভিজ্ঞতা এবং আইটিআই পাশের জন্য ৫ বছরের কাজের অভিজ্ঞতা। এছাড়াও ওয়ারম্যান সার্টিফিকেটের প্রয়োজন।
৩. ইলেকট্রিশিয়ান ‘B’:
পদসংখ্যা: ৩
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী এস সি, এস টি ও ওবিসিদের জন্য বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২৮,২৮০ – ৫৭,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: টেন পাশ এবং ইলেকট্রিক্যাল বিষয়ে আইটিআই পাশ পাশাপাশি ৬ বছর ও আইটিআই পাশের জন্য ৩ বছরের কাজের অভিজ্ঞতা। এছাড়াও সরকারি ইলেকট্রিক্যাল দপ্তর থেকে ওয়্যারম্যান পারমিট সার্টিফিকেট থাকা লাগবে।
৪. ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার (WED) ‘B’:
পদসংখ্যা: ৪
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ২৮,২৮০ – ৫৭,৬৪০ টাকা এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, ডিপ্লোমা বা আইটিআই এছাড়াও টেন পাশ থাকলেও আবেদন করতে পারবেন। তবে কাজের অভিজ্ঞতা সহ ওয়েড এর ফার্স্ট ক্লাস সার্টিফিকেট প্রয়োজন।
৫. ওয়াইন্ডিং ইঞ্জিন ড্রাইভার (WED) ‘C’:
পদসংখ্যা: ৫
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ২৮,১২০ – ৫৫,৬২০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, ডিপ্লোমা বা আইটিআই এছাড়াও টেন পাশ থাকলেও আবেদন করতে পারবেন। তবে কাজের অভিজ্ঞতা সহ ওয়েড এর সেকেন্ড ক্লাস সার্টিফিকেট প্রয়োজন।
আবেদন ফি:
জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের জন্য নূন্যতম ৫০০ টাকা এ ছাড়া এস সি, এস টি ও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না।
নিয়োগ প্রক্রিয়া:
দুটি ধাপে নিয়োগ হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের একটি এমসিকিউ ভিক্তিক লিখিত পরীক্ষা। এরপর দ্বিতীয় ধাপে ট্রেড টেস্ট ও রাইটিং এবিলিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করবে।
একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে তবে তারজন্য আলাদা আলাদা আবেদন ফি দিতে হবে।
কিভাবে আবেদন করবেন
প্রথমে আপনাকে www.hindustancopper.com এর অফিশিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে এরপর ‘Career’ অপশনে যান। ওখানে থেকেই অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের পূর্বে নোটিফিকেশন ভালোভাবে পড়ে নিবেন – Download Notification
আবেদন লিঙ্ক: Apply Now

