নতুন পুরনো সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট সার্টিফিকেট অনলাইন ডাউনলোড চালু
কেন্দ্র সরকার DigiLocker নামে একটি পোর্টাল ও একটি ওয়েবসাইট চালু করেছেন। এই অ্যাপের মাধ্যমে জন্ম বা মৃত্যুর প্রমাণপত্র, জাতি প্রমাণপত্র, রেশন কার্ডসহ বিভিন্ন নথি পাওয়া যাবে। এর ফলে নথি হারিয়ে যাওয়ার ভয় থাকবে না।
শুধু তাই নয় এই অ্যাপ থেকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মাধ্যমিক রেজাল্ট ও সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক রেজাল্ট ও সার্টিফিকেট সহ বিভিন্ন নথী ডাউনলোড করে অ্যাপের মধ্যে সুরক্ষিত রাখা যাবে। পশ্চিমবঙ্গ সরকার Digilocker App টিকে আইনি বৈধতা দিয়েছে। কিভাবে ব্যবহার করবেন App টি দেখুন…
How To Use Digilocker App:-
১) প্রথমে প্লে স্টোর থেকে Digilocker App টি ডাউনলোড করে নিন।
২) এরপর আধার কার্ড নাম্বার, নাম,জন্ম তারিখ ইত্যাদি বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
৩) পরবর্তী পেজে সার্চে গিয়ে কি খুঁজতে চান তা লিখুন, চলপ আসবে।
৪) এরপর সেই ডকুমেন্টস নাম্বার বসিয়ে দিয়ে সাবমিট করতেই চলে আসবে।
৫) মার্কশিট কিংবা সার্টিফিকেট ডাউনলোড করতে চাইলে, রোল ও নাম্বার বসিয়ে দিন সেই ক্লাসের এরপর সাবমিট করলেই চলে আসবে।
Digilocker Official Website:- Click
Digilocker App Download Link:- Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক