India Post GDS Recruitment Notification 2026: পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি, আজ থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু, দেখুন বেতন ও বিস্তারিত!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
Highlights
  • মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি
  • লিখিত পরীক্ষা ছাড়াই ইন্ডিয়া পোস্টে গ্রামীণ ডাক সেবক নিয়োগ
  • ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক পদে নিয়োগ
  • মাসিক বেতন থাকবে সর্বোচ্চ ২৯,৩৮০ টাকা পর্যন্ত
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মাধ্যমিক পাশেই সরকারি চাকরি! হ্যাঁ ঠিকই পড়েছেন, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়াই সরকারি চাকরির সুবর্ণ সুযোগ করে দিলো ভারতীয় ডাক বিভাগ।  আজ থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন, আগ্রহী ও যোগ্য ছেলে – মেয়েরা অনলাইনে সহজেই এখানে আবেদন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারতীয় ডাক বিভাগের তরথ থেকে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে যে সকল পদে, তা হলো –

  • ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM)
  • অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM)
  • ডাক সেবক (Dak Sevak / Dak Sevaks)

ভারতীয় ডাক বিভাগের উপরে উল্লেখিত পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাশের পাশাপাশি, পশ্চিমবঙ্গের আবেদনকারীদের জন্য বাংলা অর্থাৎ আঞ্চলিক ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে।  আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে এই সকল পদে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে কোন পদে মাসিক বেতন, আবেদন কতদিন পর্যন্ত চলবে, আবেদন ফি কত, আবেদনের জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে – বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।

গ্রামীণ ডাক সেবক পদে মাসিক বেতন ২০২৬ পদ ভিত্তিক – Indian Post GDS Salary 2026

  • ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) পদে মাসিক বেতন ১২,০০০ টাকা থেকে শুরু করে ২৯,৩৮০ টাকা পর্যন্ত।
  • অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) পদে মাসিক বেতন ১০,০০০ টাকা থেকে ২৪,৪৭০ টাকা।
  • ডাক সেবক (Dak Sevak / Dak Sevaks) পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে ১০,০০০ টাকা থেকো শুরু করে ২৪,৪৭০ টাকা পর্যন্ত।

India Post GDS Education Qualification 2026 – ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক শিক্ষাগত যোগ্যতা –

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক পদে [Branch Postmaster (BPM)/Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks] আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাশ। এর পাশাপাশি কম্পিউটার ও সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও উচ্চতর যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে মাধ্যমিক পাশের নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে উক্ত পদে।

India Post GDS Apply Age Limits 2026 – গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য বয়সের মানদণ্ড –

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর, বয়স হিসেব করা হবে ১৬/০২/২০২৬ তারিখের নিরিখে।  এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীররা সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর, PwBD প্রার্থীরা ১০ বছর, PwBD + OBC প্রার্থীরা ১৩ বছর এবং অপরদিকে PwBD + SC/ST প্রার্থীরা ১৫ বছর সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন। তবে EWS প্রার্থীদের কোনো সর্বোচ্চ বয়সে ছাড় থাকছে না।

India Post GDS Online Apply Process 2026 – গ্রামীণ ডাক সেবক ২০২৬ অনলাইন আবেদন পদ্ধতি

১) সর্বপ্রথম আপনাকে https://indiapost.gov.in/gdsonlineengagement এই লিংকে ক্লিক করে ইন্ডিয়া পোস্টের GDS Form সাবমিট পোর্টালে আসতে হবে।  আপনাদের সুবিধার্থে নিচে সরাসরি অফিসিয়াল পোর্টাল ও বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে বিস্তারিত দেখে নিন। 

২) এরপর Click Here to Register/Apply এ ক্লিক করুন। পরবর্তী পেজে New Candidate Registration এ ক্লিক করুন।

৩) এখন একটি সক্রিয় মোবাইল নম্বর ও জিমেইল আইডি উল্লেখ করে OTP ভেরিফাই করে রেজিস্ট্রেশন করুন।

৪) এরপর নাম, ঠিকানা, বাবা/মায়ের নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার তথ্য ইত্যাদি উল্লেখ করে আবেদন সম্পন্ন করুন।

৫) এরপর নির্দিষ্ট ফি অনলাইন পেমেন্ট করলেই আবেদন হয়ে যাবে।  আবেদন হয়ে গেলে পরবর্তী আপডেট জানতে অবশ্যই ডাক বিভাগ কর্তৃক অফিসিয়াল পোর্টাল ভিজিট করুন ও বিজ্ঞপ্তি দেখুন।

India Post GDS Application Fees 2026 – গ্রামীণ ডাক সেবক কত টাকা আবেদন ফি?

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক পদে সকল মহিলা প্রার্থী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, শারীরিক অক্ষম (PwBD) প্রার্থী ও Transwomen প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।  তবে বাকি ক্যাটাগরি জেনারেল, OBC ও EWS প্রার্থীদের জন্য অনলাইন ১০০ টাকা পেমেন্ট করতে হবে।

India Post GDS Online Apply Last Date 2026 – গ্রামীণ ডাক সেবক পদে কতদিন পর্যন্ত আবেদন চলবে ২০২৬

  • অনলাইন One-Time রেজিস্ট্রেশনঃ ৩১/০১/২০২৬ থেকে ১৪/০২/২০২৬ তারিখ পর্যন্ত।
  • অনলাইন আবেদন শুরু ও শেষ তারিখ এবং ফি পেমেন্টঃ ০২/০২/২০২৬ থেকে শুরু করে ১৬/০২/২০২৬ তারিখ পর্যন্ত
  • আবেদন ভুল সংশোধনঃ ১৮/০২/২০২৬ থেকে শুরু করে ১৯/০২/২০২৬ তারিখ পর্যন্ত।

India Post GDS Online Apply & Notification Download Link

India Post GDS Recruitment Notification 2026 Download Link : Download Now 

India Post GDS Registration Online Apply 2026 Link: Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।