IB Recruitment 2025 : ইন্টেলিজেন্স ব্যুরোতে ৩৯৪টি পদে জুনিয়র ইন্টেলিজেন্স পদে নিয়োগ! বেতন ৮১,১০০ টাকা পর্যন্ত

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

IB Recruitment 2025 : ইন্টেলিজেন্স ব্যুরোতে জুনিয়র ইন্টেলিজেন্স পদে নিয়োগ চলছে, ৩৯৪টি পদের জন্য আবেদন করুন মাসিক বেতন ৮১,১০০ টাকা পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গোয়েন্দা সংস্থায় (Intelligence Bureau) তে গ্রুপ সি পদে নিয়োগ চলছে ।এরমধ্যে জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড-২/টেক (JIO-II/Tech) পদে নিয়োগ চলছে। মোট ৩৯৪ টি পদে নিয়োগ করা হবে। এই প্রবন্ধে নিয়োগ সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীরা আজ ২৩ আগস্ট থেকে অনলাইন আবেদন করতে পারবে এবং চলবে ১৪ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা মাসিক বেতন সহ বিস্তারিত।

পদের নাম: জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড–II/টেক (Junior Intelligence Officer Grade–II/Tech

পদসংখ্যা: মোট ৩৯৪টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে জেনারেলদের জন্য ১৫৭, ইডব্লিউএস(EWS) ৩২, OBC ১১৭, SC ৬০ এবং ST ২৮ পদ রয়েছে।

বেতন স্কেল:
২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা এছাড়াও রয়েছে কেন্দ্রীয় সরকারের ভাতা(ডিএ) ।

যোগ্যতা: প্রথমত আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, আইটি, ফিজিক্স বা গণিত বিষয়ে ডিপ্লোমা বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক থাকতে হবে। এই যোগ্যতাগুলো পূরণ করলেই প্রার্থী এই পদে আবেদন করার সুযোগ পাবেন।

বয়সসীমা:
প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি,এসটি‌ ও ওবিসি প্রার্থীরা বয়েসের ছাড় পাবেন।

আবেদন ফি:
জেনারেল, ওবিসি,EWS ৬৫০ টাকা ও এস সি, এস টি প্রার্থীদের ৫৫০ টাকা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি: নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে হবে – 
১.টিয়ার ওয়ান
২.টিয়ার টু এবং টিয়ার‌ থ্রি

টিয়ার ওয়ান এবং টিয়ার টু দুটি পরীক্ষায় হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের টিয়ার থ্রি যা একটি ব্যক্তিত্ব পরীক্ষা বা সাক্ষাৎকার। 

আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর।

আবেদন প্রক্রিয়া :
অনলাইনে www.mha.gov.in অথবা www.ncs.gov.in ওয়েব সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Intelligence Bureau Junior Intelligence Officer-ii Recruitment Notification 2025:- Download

Related News