Join Indian Navy অনলাইন আবেদন,যোগ্যতা,বয়স,বেতন দেখুন
Join Indian Navy তে নিয়োগ এর অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। Indian Navy তে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। বেতন রয়েছে ৩০ হাজার টাকা থেকে শুরু করে ৪০ হাজার টাকা মাসে মাসে।
কিভাবে আবেদন করবেন Join Indian Navy তে।কি কি ডকুমেন্টস লাগবে, বেতন, যোগ্যতা, বয়স, উচ্চতা সমস্ত কিছু নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
পদের নামঃ– Join India Navy [ Navy Agniveer (SSR) 01/2022 Batch]
শূন্যপদঃ– ২৮০০ টি।
বেতনঃ– ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত।
বয়সঃ– সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক Mathematics, Physics এর সাথে subjects- Chemistry / Biology / Computer Science এর মধ্যে যে কোনো একটি বিষয়ে পাশ থাকতে হবে। (Qualified in 10+2 examination with Mathematics, Physics and at least one of these subjects: Chemistry / Biology / Computer Science from an educational board recognized by Ministry of Education, Govt. of India)।
উচ্চতাঃ– ছেলেদের জন্য 157 CM ও মেয়েদের জন্য 152 CM লাগবে।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে।প্রথমে Join Indian Navy এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপর রেজিস্ট্রেশন এ ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
১) প্রথমে আপনাকে Indian Navy এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর উপরে রেজিস্ট্রার এ ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।
৩) ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৪) পরবর্তী পেজে নাম,ঠিকানা, যোগ্যতা, বয়স, ডকুমেন্টস আপলোড করে সাবমিট করুন।
৫) এরপর আবেদন কপি প্রিন্ট করে রেখে দিন। এখানে আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না।
সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখুন
Join Indian Navy Official Website Link:- Apply
Official Notice:-
আবেদনের শেষ তারিখঃ- ২২ জুলাই ২০২২। এখানে অবিবাহিত ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন।
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক