LIC BIMA SAKHI Prakalpa 2025- নতুন বীমা সখী প্রকল্প মাসে ৭ হাজার টাকা, আবেদন পদ্ধতি দেখুন?
LIC Bima Sakhi Prakalpa এর মাধ্যমে প্রতি মাসে ৭ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, বয়স ১৮ থেকে ৭০ বছর বয়সের মধ্যে।
বীমা সখী প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে প্রতি মাসে ৭ হাজার টাকা করে। প্রথম বছর পাবেন বীমা সখী প্রকল্পের আওতায় মাসিক ৭ হাজার টাকা করে স্টাইপেন্ড আর দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬ হাজার টাকা করে স্টাইপেন্ড ও তৃতীয় বছরে রয়েছে মাসিক ৫ হাজার টাকা করে স্টাইপেন্ড।
ইতিমধ্যেই LIC BIMA SAKHI Scheme এ অনলাইন আবেদন শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য মহিলাদের জন্য এল.আই.সি-র এই বিশেষ উদ্যোগ। নিয়োগ করা হচ্ছে মহিলা ক্যারিয়ার এজেন্ট বীমা সখী।
শুধুমাত্র মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলেই বীমা সখী প্রকল্পে আবেদন করার যোগ্য। এর পাশাপাশি বয়স থাকতে হবে কমপক্ষে ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৭০ বছর বয়সের মধ্যে। LIC BIMA SAKHI Prakalpa এ আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলারা, কমপক্ষে মাধ্যমিক পাশ থাকলেই।
LIC বীমা সখী প্রকল্পে নিয়োগ করা হবে ৩ বছর জন্য পরবর্তীতে তা বৃদ্ধি হতে পারে। প্রথম তিন বছরে থাকছে বার্ষিক ভাতা ও আকর্ষণীয় কমিশন। প্রথম বছরের প্রতি মাসে ৭ হাজার টাকা দেওয়ার পাশাপাশি থাকবে কমিশন। আর দ্বিতীয় বছরে ৬ হাজার টাকা মাসিক দেওয়ার পাশাপাশি রয়েছে কমিশন। এছাড়াও তৃতীয় বছরে প্রতি মাস ৫ হাজার টাকা পাশাপাশি থাকছে কমিশনের সুবিধা।
আগ্রহী ও যোগ্য মহিলারা অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন। এছাড়াও নিকটবর্তী LIC শাখা / স্যাটেলাইট অফিস / ডেভলপমেন্ট অফিসার কিংবা সি এল আই এ -এট সাথে যোগাযোগ করুন। আপনি কিভাবে অনলাইনে LIC BIMA SAKHI Scheme এ আবেদন করবেন, নিচের ধাপ গুলো ফলো করুন।
Lic Bima Sakhi Apply Documents:
১) পাসপোর্ট সাইজের কালার ফটো।
২) বয়সের প্রমাণ পত্র।
৩) ঠিকানায় প্রমাণ পত্র।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
Lic Bima Sakhi Yojana Apply Online 2025:-
১) প্রথমে আপনাকে LIC এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর LIC’s BIMA SAKHI > Click Here To Apply এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Click Here For Bima sakhi তে ক্লিক করুন।
৪) আপনার সামনে LIC’s BIMA SAKHI আবেদন ফর্মটি চলে আসবে, তা সঠিকভাবে ফিলাপ করুন।
৫) ফিলাপ হয়ে গেলে সাবমিটে ক্লিক করুন, পরবর্তী পেজে আপনি কোন অফিসে কাজ করতে ইচ্ছুক তা সিলেক্ট করে ফাইনাল সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৬) আবেদন হয়ে গেলে অফিস থেকে আপনার দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাকি বিষয় জানিয়ে দিবে, সঠিকভাবে আবেদন না করলে আবেদন বাতিল হয়ে যাবে।
Lic Bima Sakhi Yojana Apply Online 2025 Link:- Apply