Manual Cast Certificate to Digital Apply: পুরনো হাতে লেখা SC/ST/OBC সার্টিফিকেট ডিজিটাল করুন অনলাইনে,দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে আবেদন করতে হলে ডিজিটাল জাতিগত শংসাপত্র (Caste Certificate) প্রয়োজন হয়।আপনার কাছে থাকা পুরানো হাতে লেখা (Manual) SC/ST/OBC সার্টিফিকেটকে অনলাইনে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর (Digitization) করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কেন পুরানো Caste Certificate ডিজিটাল করবেন?

ডিজিটাল জাতিগত শংসাপত্র রূপান্তরের কিছু গুরুত্বপূর্ণ সুবিধা নিচে দেওয়া হলো—

  • অনলাইন থেকে যেকোনো সময় সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।
  • স্কলারশিপের আবেদন ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত কাজে ডিজিটাল সার্টিফিকেট বাধ্যতামূলক।
  • সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ফর্ম ফিলাপে ডিজিটাল সার্টিফিকেট নম্বর চাওয়া হয়।
  • সার্টিফিকেট অনলাইনে সুরক্ষিতভাবে সংরক্ষিত থাকবে, হারিয়ে যাওয়ার ভয় নেই।

কিভাবে পুরনো SC/ST/OBC সার্টিফিকেট ডিজিটাল করবেন দেখুন? 

১) প্রথমে আপনাকে castcertificatewb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর BACKLOG CERTIFICATE এ ক্লিক করে Apply for Digitize Certificate For SC/ST/OBC তে ক্লিক করুন।

৩) এরপর আবেদন ফর্মটি৷ সঠিকভাবে পূরণ করুন। সর্বপ্রথম পুরনো হাতে লেখা সার্টিফিকেট নাম্বার উল্লেখ করুন ও সার্টিফিকেট ইসু তারিখ উল্লেখ করুন।

৪) এরপর বাকি ফর্মে নাম, বাবার নাম, ঠিকানা, আধার কার্ড নাম্বার ইত্যাদি উল্লেখ করুন।

৫) এরপর পুরনো কাস্ট সার্টিফিকেট ও পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করুন।

৬) এরপর সাবমিট করুন, Acknowledgment Slip ডাউনলোড করুন। এরপর আপনার সমস্ত নথি ও আবেদনের রিসিভ কপি সহ নিকটবর্তী BDO/SDO অফিসে যোগাযোগ করুন।

৭) সার্টিফিকেট এপ্রুভ হয়ে গেলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।

Manual Cast Certificate To Digital Certificate Online Apply Link:- Click

Cast Certificate Website Link:- Click

Digital Cast Certificate Status Check: আপনার পুরনো জাতিগত সার্টিফিকেট অনলাইন ডিজিটাল আবেদন করার পর দেখে নিন, সার্টিফিকেট এপ্রুভ হয়েছে কিনা। যখন সার্টিফিকেট এপ্রুভ হবে তখন অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

১) প্রথমে আপনাকে castcertificatewb.gov.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
২) এরপর BACKLOG CERTIFICATE এ ক্লিক করে Check application status for Digitize Certificate এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আবেদন করার পর পাওয়া Application No বসিয়ে সার্চে ক্লিক করুন।
৪) এরপর দেখে নিন আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে।

Digital Certificate Status Check Link:- Click