NIRF 2025 এ দেশের সেরা তালিকায় জায়গা করলেন পশ্চিমবঙ্গের নামী কলেজ-ইউনিভার্সিটি দেখুন লিস্ট

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ নয়াদিল্লির আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আনুষ্ঠানিকভাবে NIRF ইন্ডিয়া র‍্যাঙ্কিংয়ের নবম সংস্করণ প্রকাশ করেন। ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গও।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রসঙ্গত,ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা NIRF ২০২৫ প্রকাশ করে থাকে কেন্দ্র সরকার। এবছর মোট ১৭টি বিভাগে তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল, ফার্মাসি, আইন, ম্যানেজমেন্টসহ আরও কয়েকটি বিভাগ।

এ তালিকায় শীর্ষে নবম স্থান পেয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তবে কলকাতা বিশ্ববিদ্যালয় ৩৯ তম স্থানে রয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তাদের ওয়েবসাইটে এ র‍্যাংকিং প্রকাশ করে।১০০ তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়া পশ্চিমবঙ্গে আর সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা হয়নি বিশ্ববিদ্যালয় বিভাগে।

এছাড়াও এবারে NIRF লিস্টে ১০০ মধ্যে মোট ৬ টি কলেজ অবস্থান করছে পশ্চিমবঙ্গ থেকে সেগুলি হলো – পশ্চিমবঙ্গের কোলকাতার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ ৬তম স্থানে। সেন্ট জেভিয়ার্স কলেজ ৮ম স্থানে এবং রামকৃষ্ণ মিশন রেসিডেনশিয়াল কলেজ ২৪তম স্থানে অবস্থান করছে। হাওড়ার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরা ১৯তম স্থান অর্জন করেছে। মেদিনীপুরের মেদিনীপুর কলেজ ৪২তম স্থানে রয়েছে ও কলকাতার লেডি ব্র্যাবার্ন কলেজ এর র‍্যাঙ্ক ৪৭ নম্বর।

১- ১০০ মধ্যে পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজ অবস্থান করছে সেগুলো হলো – খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) ৫ম স্থানে রয়েছে। কলকাতার জাদবপুর বিশ্ববিদ্যালয় ১৮তম স্থানে অবস্থান করছে। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NIT) ৪৯তম স্থানে এবং হাওড়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি, শিবপুর ৫৪তম স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের দুটো কলেজ আইন বিভাগে সেগুলো হলো – কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্সেস (WBNUJS) ৪র্থ স্থানে রয়েছে। খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) আইন বিভাগের ক্ষেত্রে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে।

এবছর সংশ্লিষ্ট র‍্যাঙ্কিং-এর জন্য ১৪ হাজার ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান নাম নথিভুক্ত করেছে ।র‍্যাঙ্কিং এ বিরাট পতন হয়েছে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোর । বিগত র‌্যাংকিংগুলোতে বহু বিশ্ববিদ্যালয় শীর্ষ দশ স্থানে কিংবা ১-১০০ তম অবস্থানে থাকলেও এবার তলানিতে তাদের স্থান।

NIRF 2025-এর শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়সমূহের নাম-

১. আই.আই.এস.সি., বেঙ্গালুরু

২. জে.এন.ইউ., নতুন দিল্লি

৩. মণিপাল উচ্চ শিক্ষা একাডেমি, মণিপাল

৪. জামিয়া মিলিয়া ইসলামিয়া, নতুন দিল্লি

৫. দিল্লি বিশ্ববিদ্যালয়, নতুন দিল্লি

৬. বি.এইচ.ইউ., বারাণসি

৭. বিটস, পিলানি

৮. অমৃতা বিশ্ববিদ্যালয়, কোয়েম্বাটুর

৯. যাদবপুর বিশ্ববিদ্যালয়, কোলকাতা

১০. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, আলিগড়

শীর্ষ দশ ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম—

১। আইআইটি মাদ্রাজ

২। আইআইএসসি, বেঙ্গালুরু

৩। আইআইটি বোম্বে

৪। আইআইটি দিল্লি

৫। আইআইটি কানপুর

৬। আইআইটি খড়গপুর

৭। আইআইটি রুরকি

৮। এইমস, দিল্লি

৯। জে.এন.ইউ., নয়াদিল্লি

১০। বি.এইচ.ইউ., বারাণসী

শীর্ষ দশ মেডিকেল কলেজের নাম—

১। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS), দিল্লি

২। পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, চণ্ডীগড়

৩। ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, ভেলোর – ৩য় স্থান

৪। জাহ‌ওরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, পুদুচেরি

৫। সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, লখনউ

৬। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU), বারাণসী

৭। ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস

৮। কিং জর্জস মেডিকেল ইউনিভার্সিটি, লখনউ

৯। অমৃতা বিশ্ব বিদ্যালয়, কোয়েম্বাটুর

১০। কাস্তুরবা মেডিকেল কলেজ, মণিপাল

এছাড়াও আরও তালিকা দেখতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।