ডোনাল্ড ট্রাম্পের নোবেল স্বপ্ন ভেঙে গেল অবশেষে। বহু প্রচেষ্টা ও আলোচনার পরও শান্তিতে নোবেল পুরস্কার হাতছাড়া করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ বছরের নোবেল শান্তি পুরস্কার জয় করলেন ভেনেজুয়েলার রাজনীতিক ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার এই রাজনীতিককে এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেলেন।
আজ শুক্রবার বিকেলে নরওয়েজিয়ান নোবেল কমিটি তার নাম ঘোষণা করে।
ভেনেজুয়েলার গণতান্ত্রিক আন্দোলনের সাহসী নেতা হিসেবে মারিয়া কোরিনা মাচাদো সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় অনন্য অবস্থান দাঁড় করিয়েছেন।
আরও পড়ুনঃ চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৫ পেলেন যৌথভাবে তিন জন,দেখুন!
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো ১৯৬৭ সালের ৭ অক্টোবর ভেনেজুয়েলাসের কারাকাসে জন্ম নেয়।
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো ২০২৪ সালে পেয়েছেন ইউরোপের মর্যাদাপূর্ণ ভাক্লাভ হ্যাভেল মানবাধিকার পুরস্কার ও একই বছর ২৪ অক্টোবর তিনি এডমুন্ডো গঞ্জালেজের সঙ্গে যৌথভাবে শাখারভ পুরস্কারও লাভ করেন।
প্রসঙ্গত, নোবেল শান্তি পুরস্কার ১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী চালু হয়। এই পুরস্কার দেয় নরওয়ের নোবেল কমিটি।