স্কলারশিপ

Oasis Scholarship 2023-24 অনলাইন আবেদন ও কি কি ডকুমেন্টস লাগবে দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ রয়েছে রাজ্যে সরকার ও কেন্দ্র সরকারের। ক্লাস নবম থেকে শুরু করে উপরের সমস্ত ক্লাসের পড়ুয়াদের জন্য রয়েছে Oasis Scholarship। পশ্চিমবঙ্গের SC/ST/OBC সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ।Oasis Scholarship 2023-24 এর অনলাইন আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেলো। এই স্কলারশিপ এর সুবিধা আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়ে থাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Oasis Scholarship Documents List:-
১) আয়ের শংসাপত্র(Income Certificate)।
২) জন্ম তারিখের প্রমাণ পত্র (Birth Certificate / MP Admit Card)।
৩) জাতিগত শংসাপত্র।
৪) শেষ পরীক্ষার উত্তীর্ণ হওয়া মার্কশীট।
৫) ব্যাঙ্ক পাশবুকের প্রথম পাতা।
৬) আধার কার্ড।
৭) রেশন কার্ড।
৮) ভর্তির রসিদ কপি।
৯) পাসপোর্ট সাইজের কালার ফটো।

Oasis Scholarship এ কোন কোন ক্লাস আবেদন করতে পারবে?
ক্লাস ৮ পাশ থেকে শুরু করে নবম,দশম,একাদশ,দ্বাদশ,স্নাতক, স্নাতকোত্তর, সার্টিফিকেট কোর্স ইত্যাদি সবাই আবেদন করতে পারবেন।

Oasis Scholarship 2023-24 এ কোন কোন ক্যাটাগরির পড়ুয়ারা আবেদন করতে পারবে?
Oasis Scholarship এ SC/ST/OBC সম্প্রদায়ের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এরজন্য জাতিগত শংসাপত্র সার্টিফিকেট থাকতে হবে।

আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে লিংক না থাকলে টাকা পেতে সমস্যা হবে কি?
অবশ্যই, এরজন্য আধার কার্ড নাম্বার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিংক করে রাখতে হবে।

Oasis Scholarship এর টাকা কিভাবে পাঠানো হয়?
Oasis Scholarship এর টাকা DBT অর্থাৎ Direct Bank Account Transfer এর মাধ্যমে পড়ুয়ার একাউন্টে পাঠানো হয়।

Oasis Scholarship এ জয়েন্ট অ্যাকাউন্ট দিলে টাকা পাওয়া যাবে?
না,Oasis Scholarship এ পড়ুয়ার নামে নিজস্ব সেভিংস অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। জয়েন্ট অ্যাকাউন্ট দিলে হবে না।

Oasis Scholarship 2023-24 Online Apply:-
Oasis Scholarship 2023-24 Apply Online ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরজন্য Oasis Scholarship এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমত Students Registration এ ক্লিক করে নাম,ঠিকানা, কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।এরপর Registered Students Log In এ ক্লিক করে আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়ে রেজিস্ট্রেশন করে নিন।আবেদন হয়ে গেলে আবেদন কপি ও ডকুমেন্টস একসাথে করে নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা BDO/SDO অফিসে জমা করে আসুন।

Oasis Scholarship 2023-24 Online Apply Link:- ক্লিক

Oasis Scholarship Helpline Number:- 91-8420023311

Related Articles

Back to top button