প্যান কার্ড আধার কার্ড লিংক এর সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে। যদি লিংক না করে থাকেন তাহলে কি প্যান কার্ড বাতিল হয়ে যাবে। নাকি প্যান কার্ড আপনার বন্ধ হয়ে গেলো। কিভাবে তা চেক করবেন তা আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি।
প্যান কার্ড বাকি ডকুমেন্টস এর মতো একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। Instant Loan Apply করতে গেলে প্যান কার্ড নাম্বার প্রয়োজন। জন্ম তারিখ এর প্রমানপত্র হিসাবে প্যান কার্ড দরকার পরে। এছাড়াও পরিচয় পত্র হিসাবেও আমরা প্যান কার্ড ব্যবহার করতে পারি।
প্যান কার্ড আধার কার্ড লিংক করতে গেলে আমাদের আধার কার্ড এর নাম,লিঙ্গ ও জন্ম তারিখ একই থাকতে হবে। যদি আধার কার্ড এর সাথে প্যান কার্ড এর এইসব মিল না থাকে তাহলে যেকোনো একটি ডকুমেন্টস সংশোধন করে তা একই করতে হবে।
প্যান কার্ড বাতিল হলো কিনা কিভাবে চেক করবেনঃ-
১) প্রথমে আপনাকে incometax এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Verify Your PAN এই অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Pan Card নাম্বার, নাম, জন্ম তারিখ ও মোবাইল নাম্বার বসিয়ে Continue এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার এ OTP আসবে তা বসিয়ে দিয়ে Validate এ ক্লিক করুন।
৫) অবশেষে আপনার প্যান কার্ড Active নাকি Deactivate রয়েছে তা দেখতে পারবেন।
Pan Card Active Status Check Link:- লিংক
Income Tax Official Website Link:- ক্লিক