আধার কার্ড ভুল সংশোধন অনলাইনে করুন মোবাইলে, দেখুন

Published By: MD 360 NEWS | Updated:

আধার কার্ড সংশোধন করুন এবার অনলাইনে মোবাইলে। আপনার আধার কার্ডে যদি কোনো ভুল থাকে, যেমন- নাম,ঠিকানা, বাবার নাম / স্বামীর নাম,জন্ম তারিখ ইত্যাদি। আপনি এখন আধার সেন্টার না গিয়েই মোবাইল দিয়ে বাড়িতে বসে সেটি ঠিক করে নিতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড ভুল সংশোধন অনলাইনে আপনি কিভাবে করবেন, আমরা তা আজকের প্রতিবেদনে আলোচনা করবো।নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

Aadhar Card Correction Online In Mobile:-
১) প্রথমে আপনাকে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর লগইন অপশনে ক্লিক করে আধার কার্ড নাম্বার ও ক্যাপচার কোড বসিয়ে দিয়ে সাবমিট করুন।


৩) আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) এরপর আপনার সামনে সমস্ত ডিটেইলস চলে আসবে এককথায় Dashboard চলে আসবে।
৫) আপনি সেখানে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। PVC Aadhaar Card Order দিতে পারবেন। আধার কার্ড সংশোধন করার জন্য Online Aadhar Update এ ক্লিক করুন।


৬) এরপর পরবর্তী পেজে Next এ ক্লিক করুন।
৭) এরপর আপনার আধার কার্ডে কি কি ভুল রয়েছে তা সিলেক্ট করুন। নাম,ঠিকনা,জন্ম তারিখ, লিঙ্গ ইত্যাদি, এরপর এগিয়ে যান পরবর্তী পেজে।
৮) পরবর্তী পেজে আপনার ভুল নাম,ঠিকানা, জন্ম তারিখ চলে আসবে। নিচে সঠিকভাবে তা বসিয়ে দিন ও সঠিক ডকুমেন্টস আপলোড করুন ও এগিয়ে যান।
৯) এরপর পরবর্তী পেজে Preview দেখতে পারবেন। সবকিছু ঠিক ঠাক মনে হলে এগিয়ে যান।
১০) এরপর Make Payment এ ক্লিক করে আপনাকে ৫০ টাকা কিংবা ১০০ টাকা পেমেন্ট করতে হবে।
১১) এরপর পেমেন্ট করে সাবমিট করতেই আপনি একটি Acknowledgement Slip পেয়ে যাবেন। সেখানে আপনার SRN Number / URN Number পেয়ে যাবেন।
১২) Dashboard এ এসে আপনি আপনার কার্ড এর ভুল কতদূর ঠিক হলো কিনা তা আপনি দেখতে পারবেন।

Aadhaar Card Website Link:- Apply

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক