আধার কার্ড বাতিল হচ্ছে? রাজ্য সরকার নতুন পোর্টাল চালু করলো,নাম লেখান তাড়াতাড়ি!
আধার কার্ড Deactivated অর্থাৎ নিষ্ক্রিয়ের চিঠি পাঠানো হচ্ছে Uidai এর তরফ থেকে। ইতিমধ্যেই অনেকের বাড়িতে এসেছে এই চিঠি, আর তার মাঝেই রাজ্য সরকার চালু করলো নতুন একটি ওয়েবসাইট। রাজ্য সরকারের তরফ থেকে “রাজ্যের আধার সমস্যার পোর্টাল, পশ্চিমবঙ্গ সরকার” নামে একটি নতুন পোর্টাল চালু জরা হলো।
যদি আপনার বাড়িতে আধার নিষ্ক্রিয়করণ চিঠি এসে থাকে,তাহলে দেখুন কিভাবে ফর্মটি ফিলাপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে। আধার কার্ড প্রত্যেক নাগরিকদের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আধার কার্ড ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে রেশন,প্যান, ভোটার কার্ড ইত্যাদি তৈরি কিংবা লিংক সম্ভব নয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, যদি কারো আধার কার্ডের নিষ্ক্রিয়করণ চিঠি বাড়িতে আসে,তবে কোনো প্রকল্পের টাকা পেতে হবে না, এরজন্য আবেদন করতে হবে Rajyer Aadhaar Samasyar Portal এ।
Rajyer Aadhaar Samasyar Portal Form Fill Up Online. রাজ্যের আধার সমস্যার পোর্টাল অনলাইন আবেদন পদ্ধতি
১) প্রথমে আপনাকে রাজ্যের আধার সমস্যার পোর্টালে আসতে হবে।
২) এরপর সঠিকভাবে ফর্মটি ফিলাপ করুন। নাম,ঠিকানা,আধার নিষ্ক্রিয়করণ চিঠি আপলোড,ভোটার কার্ড নাম্বার(যদি থাকে), আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার ইত্যাদি বসিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৩) আবেদন সঠিক ভাবে সম্পন্ন হলে,সেই ভিত্তিতে রাজ্য সরকার আপনার তথ্য যাচাই করে, সুযোগ সুবিধা করবেন।
Rajyer Aadhaar Samasyar Portal Online Apply Link:- Click