প্রকল্প

প্রচুর রেশন কার্ড বাতিল! আপনার কার্ড ঠিক আছে তো দেখুন ও সমাধান কি?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

প্রচুর রেশন কার্ড বাতিল হলো। আপনার কিংবা আপনার পরিবারের যদি রেশন কার্ড থাকে তাহলে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন যে, আপনার কিংবা আপনার পরিবারের রেশন কার্ডটি বাতিল হয়ে যায়নি তো?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনার রেশন কার্ড যদি বাতিল বা Deactivated হয়ে থাকে। তাহলে আপনি খুব সহজেই আপনার রেশন কার্ডকে Active করতে পারবেন, আপনার মোবাইল ফোনের মাধ্যমে।

প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কিভাবে চেক করবেন,আপনার রেশন কার্ডটি ঠিক রয়েছে কিনা।নিচের ধাপ গুলো ফলো করুন…

১) রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর Inquiry অপশন থেকে Verify Ration Card (e-RC/ DRC) এই অপশনে ক্লিক করুন।
৩) এরপর রেশন কার্ড নাম্বার ও ক্যাটাগরি সিলেক্ট করে দেখে নিন আপনার রেশন কার্ড ঠিক রয়েছে কিনা।
৪) যদি রেশন কার্ড ঠিক থাকে তাহলে Status অপশনে Active ও eKYC Done থাকবে।
৫) রেশন কার্ডের যদি E-KYC না হয়ে থাকে তাহলে রেশন কার্ড Deactivated বা No eKYC অপশন থাকতে পারে।

রেশন কার্ডে কিভাবে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিংক করবেন ও Deactivated রেশন কার্ড Active করবেন।নিচের ধাপ গুলো ফলো করুন…
১) প্রথমে রেশন কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট আসতে হবে।
২) এরপর Ration Card Aadhaar Card Link অপশনে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করুন।
৪) রেশন কার্ডে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিংক না থাকলে,নিচের বক্সে অর্থাৎ Aadhaar & Mobile Number Link অপশনে ক্লিক করুন।
৫) এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দিন ও GET OTP তে ক্লিক করে OTP বসিয়ে দিয়ে সাবমিট করতেই কাজ হয়ে যাবে।


৬) আর যদি রেশন কার্ড বাতিল বা Deactivated হয়ে থাকে তাহলে Link Aadhaar with Deactivated/ Newly approved cards এই অপশনে ক্লিক করে আধার কার্ড নাম্বার দিয়ে Active করে নিন।
৭) এছাড়াও আপনি নিকটবর্তী খাদ্য দপ্তর অফিসে কিংবা বাংলা সহায়তা কেন্দ্র থেকে এই কাজ গুলো করতে পারবেন।

রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ- দেখুন

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button