রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) চলতি বছরের এনটিপিসি (UG) পরীক্ষা উপলক্ষে ২০২৫ সালের অ্যাডমিট কার্ড প্রকাশ করছে , গত ২৯ জুলাই পরীক্ষার্থীদের জন্য সিটি ইনটিমেশন স্লিপ প্রকাশের পর এবার পরীক্ষার ৪ দিন আগে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউললোড করতে পারবে।
তাহলে হাতে মাত্র দুদিন। এর মধ্যে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। RRB NTPC অ্যাডমিট কার্ড ২০২৫ ডাউনলোড করতে, প্রার্থীদের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে নিজেদের রোল নম্বর/রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করতে হবে।
পরীক্ষার্থীরা সহজে কিভাবে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তারজন্য সরাসরি লিঙ্ক দেওয়া হলো: Download
আগামী ৭ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB UG নিয়োগের পরীক্ষাটির আয়োজন করবে এবং পরীক্ষাটি ১৯ দিনে সম্পন্ন হবে।