আগস্ট নয়, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এসএসসি সিজিএল ( SSC CGL) টায়ার-১ পরীক্ষা ,কবে থেকে শুরু জানুন পরীক্ষার সময়সূচি

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৫ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে।স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি (SSC) প্রতি বছর স্নাতক প্রার্থীদের জন্য সবচেয়ে লোভনীয় চাকরির পরীক্ষা পরিচালনা করে। SSC স্নাতক স্তরের পরীক্ষা SSC CGL ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এর‌ইমধ্যে স্টাফ সিলেকশন কমিশন ( SSC) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি সিজিএল (SSC CGL) পিছিয়ে যাওয়া টায়ার -১ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে।

এই নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

SSC CGL পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং গ্রেড B এবং C পদে নিয়োগ দেওয়া হয়। পরীক্ষাটি দুটি স্তরে অনুষ্ঠিত হয়ে থাকে।

প্রার্থীদের ন্যূনতম বয়সসীমা ২১ বছরের উপরে হতে হবে এবং একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হয় তাহলে এস এস সি সিজিএল‌ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব।

এস‌‌এসসি সিজিএল‌ প্রতিদিন শুধু এক শিফটে পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র রাখা হবে এপ্লিকেশন দেওয়া ঠিকানার ১০০ কিলোমিটারের মধ্যে। এছাড়াও এবার থেকে প্রশ্নপত্র তৈরির দায়িত্ব সরাসরি এসএসসি SSC নিজের হাতে রাখবে বলে সূত্রের খবর।

Related News