পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস স্কলারশিপ ২০২১-২২ অনলাইন আবেদন শুরু হলো। মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করো পলিটেকনিক থেকে ইত্যাদি বিভিন্ন পেশাদারী কোর্স করা পশ্চিমবঙ্গের পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। SC/ST/OBC/GEN সবাই আবেদন করতে পারবেন-ছেলে মেয়ে উভয়েই।
SC/ST/GEN পড়ুয়াদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। কিন্তু যারা OBC/Minority পড়ুয়া এককথায় সংখ্যালঘু তাদের আবেদন করতে হবে ঐক্যশ্রী পোর্টাল থেকে।
SC/ST/GEN Online Apply Link:- Video
OBC Students Swami Vivekananda Scholarship Online Apply Details:-
1) প্রথমে আপনাকে ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
২) এরপর Students Registration এ ক্লিক করুন ও শিক্ষাপ্রতিষ্ঠান কোন জেলায় সিলেক্ট করুন।
৩) এরপর নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক একাউন্ট নাম্বার,শিক্ষাপ্রতিষ্ঠানের বিবরণ ও পাসওয়ার্ড ইত্যাদি সেট করে সাবমিট করতেই ,Application Id চলে আসবে। সেটি দিয়ে লগইন করতে হবে।
৪) এরপর আপনাকে আপনার ঠিকানা ও অভিভাবক নাম,স্কুল/কলেজের নাম সহ বিভিন্ন তথ্য ফিলাপ করতে হবে।
৫) এরপর ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনার ব্যাঙ্কের পাশবই,শেষ পরীক্ষার মার্কশীট, ইনকাম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট ইত্যাদি আপলোড করার পর সাবমিট করতেই সাবমিট হয়ে যাবে।
৬) এরপর আবেদন রিসিভ কপি পেয়ে যাবেন সেটি আপনাকে নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানে ডকুমেন্টস সহ কারে জমা করতে হবে।
Aikyashree Scholarship Swami Vivekananda Scholarship Online Apply Link:- Click
Aikyashree Scholarship Status Check:- Click