WBMSC Conservancy Mazdoor Recruitment 2025: পশ্চিমবঙ্গ পৌর পরিষেবা কমিশনের (West Bengal Municipal Service Commission) তরফ থেকে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। যেখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে কনজারভেন্সি মজদুর পদে নিয়োগ করা হচ্ছে।
কনজারভেন্সি মজদুর পদে পুরুষের পাশাপাশি মহিলা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। নিয়োগ করা হচ্ছে সর্বমোট ৬৭৫ টি শূন্যপদে। আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে, লেখা ও পড়ার অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন।
মজদুর (West Bengal Mazdoor Job 2025) পদে আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স থাকতে হবে ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। আবেদনকারীদের বয়স হিসেব করা হবে ০১/০১/২০২৫ তারিখের নিরিখে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সের ছাড় পাবেন।
WBMSC Mazdoor পদে মাসিক বেতন থাকবে কর্মরত প্রার্থীদের, বলা হয়েছে – ROPA 2019-এর বেতন কাঠামো অনুযায়ী এই পদটি পে লেভেল – 1-এর অন্তর্ভুক্ত। মূল বেতনের পাশাপাশি, নিয়ম অনুযায়ী ভাতা (Allowances) ও দেওয়া হবে। মজদুর পদে SC/ST/P.W.D প্রার্থীদের 50 টাকা ও OBC/U.R/EWS প্রার্থীদের 200 টাকা আবেদন ফি অনলাইন পেমেন্ট করতে হবে।
কনজারভেন্সি মজদুর (WBMSC Conservancy Mazdoor Recruitment 2025) পদে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য West Bengal Municipal Service Commission (WBMSC) এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে 17/09/2025 তারিখের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। আরও বিশদে জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন ভালো ভাবে দেখুন।
WBMSC Conservancy Mazdoor Recruitment 2025 Notification:- Download
WBMSC Mazdoor Recruitment 2025 Online Apply Link:- Click Now