WBSSC SLST Admit Card Download 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে প্রভিশনাল Admit কার্ড প্রকাশ,ডাউনলোড পদ্ধতি দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

WBSSC 2nd SLST পরীক্ষার প্রভিশনাল অ্যাডমিট কার্ড প্রকাশ হলো। আজ পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশ প্রকাশ করে তা জানিয়ে দেওয়া হলো, পরীক্ষার্থীরা তাদের প্রভিশনাল অ্যাডমিট কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির উভয় স্তরের পরীক্ষার্থীরা এখন নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

WBSSC অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া / WBSSC SLST Admit Card Download Process:

১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।


২) এরপর লগইন এ ক্লিক করে Candidate Id, রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও Password উল্লেখ করে লগইন করুন।
৩) এরপর ড্যাশবোর্ডে আপনি আপনার তথ্য দেখতে পারবেন। এবার সেখান থেকে অ্যাডমিট কার্ডে ক্লিক করে Admit Card ডাউনলোড করুন।

গুরুত্বপূর্ণ কিছু তথ্যঃ-

ক্যাটেগরি ডিটেইলস আপডেট: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নোটিশে জানানো হয়েছে, কিছু প্রার্থী এখনও ক্যাটেগরি (GEN/SC/ST/OBC/PH/EWS) তথ্য আপলোড করেননি। পরীক্ষার্থী যদি সাধারণ শ্রেণির ও হয়ে থাকে, তবুও প্রার্থীকে এই তথ্য অবশ্যই পূরণ করতে হবে। যদি পরীক্ষার্থীর ক্যাটেগরি ডিটেইলস আপডেট না করা থাকে, তাহলে পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। ক্যাটাগরি ডিটেইলস আপডেট করার পর পরীক্ষার্থীরা প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কেন আবেদন বাতিল হয়েছে: আরও জানানো হয়েছে, যদি কোনো আবেদনকারীর আবেদন বাতিল হয়ে থাকে, তাহলে পরীক্ষার্থীরা লগ-ইন করে জানতে পারবেন, কি কারনে আবেদন বাতিল হয়েছে।

পরীক্ষাকেন্দ্রে প্রবেশের শর্ত: নোটিশে বলা হয়েছে, অ্যাডমিট কার্ডে থাকা ফটো ও স্বাক্ষর পরিষ্কার থাকতে হবে এবং তা পরীক্ষার দিনে উপস্থিত পরীক্ষার্থীর চেহারার সাথে যাতে সহজে মিলে যায়। অন্যথায় পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষায় বসতে নাও দিতে পারে। এককথায় প্রভিশনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখে নিন, ফটো ও সিগনেচার ঠিকঠাক রয়েছে কিনা।

Provisional Admit Card: WBSSC এর তরফ থেকে প্রকাশিত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দেখে নিন, আপনার সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। আরও বিস্তারিত জানতে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

WBSSC SLST Provisional Admit Card Download 2025 Link:- Download Now

Website Link:- Click

স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো এছাড়াও পরীক্ষার্থীদের জন্য ১৪ দফা নির্দেশনা দিয়েছে বোর্ড জেনে নিন বিস্তারিত

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) দ্বারা আয়োজিত আসন্ন স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) পরীক্ষার জন্য নতুন নির্দেশিকা এবং পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশিত হয়েছে। এছাড়াও পরীক্ষার্থীদের উদ্দেশে ১৪ দফা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। আসুন জেনে নেই :

১. পরীক্ষার দিন নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়া বাধ্যতামূলক,পরীক্ষার্থীদের সকাল ১১টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে। কেন্দ্রের প্রবেশদ্বার সকাল ১১টা ৪৫ মিনিটে বন্ধ হয়ে যাবে, এবং হলে প্রবেশের শেষ সময় দুপুর ১২টা। এর পর কোনো পরীক্ষার্থীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

২. বৈধ ফটো আইডি আসল পরিচয়পত্র হিসেবে প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট বা আধার কার্ডের মধ্যে যেকোনো একটি নিয়ে যেতে হবে।

৩. মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, লগ টেবিল বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব কারও কাছে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে।

৪. পরীক্ষা শেষে OMR উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে। তবে, পরীক্ষার্থীরা প্রশ্নপত্র এবং OMR শিটের ডুপ্লিকেট কপি নিজের কাছে রাখতে পারবেন।

৫. সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা, যাতে সম্পূর্ণ রেকর্ডিং রাখা হয়। পরীক্ষার আগের দিন পরীক্ষা কেন্দ্রে ঠিকানা ও যাতায়াতের পথ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

৬. PwD পরীক্ষার্থীরা সহকারী নিয়োগের জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ২৪ ঘণ্টা আগে অনুমতি নিতে হবে এবং প্রয়োজনীয় সনদপত্রসহ উপস্থিত থাকতে হবে।

৭. পরীক্ষায় শুধুমাত্র স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ নীল বা কালো বলপেন, প্রবেশপত্র এবং বৈধ পরিচয়পত্র আনার অনুমতি রয়েছে। এগুলো স্বচ্ছ ফোল্ডারে বহন করতে হবে।

৮. এছাড়াও স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে , পরীক্ষায় সময় কোনো পরীক্ষার্থীর অনিয়ম ধরা পড়লে( যেমুন- চিরকুট) সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৯. পরীক্ষার্থীদের জন্য মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ মোবাইল ফোনসহ ধরা পড়লে তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

১০. প্রতিটি ঘরে থাকবে ওয়াল ক্লক, যাতে পরীক্ষার্থীরা সময় বুঝে পরীক্ষা দিতে পারেন।
১১. পরীক্ষার্থীদের অবশ্যই OMR উত্তরপত্র ও উপস্থিতি শিটে স্বাক্ষর করতে হবে।

১২. পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ হল (পরীক্ষা কেন্দ্র) থেকে বের হতে পারবে না।

১৩. প্রশ্নপত্র ও OMR শিটের কপি নিজের কাছে রাখা যাবে, কিন্তু মূল উত্তরপত্র জমা না দিলে পরীক্ষা বাতিল হবে।

১৪. গেট বন্ধের পরে কোনও পরীক্ষার্থীকে কেন্দ্র প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

Related News