West Bengal B Ed Admission 2025-27 – রাজ্যে সরকারি ও বেসরকারি কলেজে B.Ed 2025-27 শিক্ষাবর্ষের ভর্তি ফর্ম ফিলাপ শুরু, দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

B.Ed Form Fill Up 2025 West Bengal: 2025-27 শিক্ষাবর্ষে B.Ed এর ভর্তির ফর্ম ফিলাপ শুরু হলো আজ থেকে। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি (BASEU) থেকে ইতিমধ্যেই নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, কতদিন পর্যন্ত B.Ed 2025-27 Form Fill Up চলবে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে ইত্যাদি তারিখ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আজকের প্রতিবেদনে দেখে নিন 2025-2027 শিক্ষাবর্ষে B.Ed এ ভর্তি ফর্ম ফিলাপ কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আবেদন করার জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে, কতদিন পর্যন্ত আবেদন চলবে, বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের প্রতিবেদনে।

B.Ed. Admission 2025-27 শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা বাংলা কিংবা ইংরেজি মিডিয়ামে এই কোর্স সম্পন্ন করতে পারবেন, Baba Saheb Ambedkar Education University (BSAEU)-র নিজস্ব ক্যাম্পাস (David Hare Campus) থেকে অর্থাৎ সরকারি কলেজ থেকে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা (Affiliated) Private / Self-Financed B.Ed College থেকেও B.Ed 2025-27 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন জানাতে পারবেন।

West Bengal B.Ed 2025-27 Session এ ভর্তির জন্য স্নাতক কিংবা তার সমতূল্য পরীক্ষায় কমপক্ষে 50 শতাংশ নাম্বার থাকতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা 5 শতাংশ নাম্বারের ছাড়া পাবেন।

BASEU বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, স্নাতক কিংবা তার সমতূল্য কোর্স পাঠরত শিক্ষার্থীরা B.Ed 2025-27 শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন না। এরজন্য অবশ্যই স্নাতক বা সমতূল্য কোর্স সম্পন্ন করা থাকতে হবে।

West Bengal B.Ed 2025-25 Season Application Fees: B.Ed 2025-27 শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি GEN/OBC-A & B প্রার্থীদের 600 টাকা ও SC/ST/PWD প্রার্থীদের 350 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। এটি শুধুমাত্র বেসরকারি কলেজে ভর্তির জন্য দিতে হবে, সরকারি কলেজে ভর্তি আবেদন ফি লাগবে না।

West Bengal B.Ed 2025-27 Season Admission, Last Date & Merit List Date- 

 

West Bengal B.Ed 2025-27 Online Apply Process / West Bengal B.Ed 2025-27 Admission Process 

1) প্রথমে আপনাকে BASEU এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

2) এরপর Admission এ ক্লিক করুন, পরবর্তী পেজে Admission in B.Ed. Programme এ ক্লিক করুন।

3) পরবর্তী পেজে Application Form এ ক্লিক করুন।

4) এরপর নিচে দুটো লিংক দেখতে পারবেন, সরকারি কলেজে B.Ed এ ভর্তি হতে চাইলে David Hare Campus এখানে ক্লিক করুন। আর বেসরকারি কলেজ থেকে B.Ed কোর্স করতে চাইলে Self-Financed College এই লেখার উপরে ক্লিক করুন।

5) এরপর দুটো ধাপে আবেদন সম্পন্ন হবে, Academic Details (Step – 1) উল্লেখ করতে হবে এবং Personal Details (Step – 2) তে উল্লেখ করতে হবে। এছাড়া আবেদন করার সময় APAAR Id কিংবা ABC Id এর দরকার পরবে- দেখুন কিভাবে APAAR/ABC Id তৈরি করবেন

6) এরপর শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের কালার ফটো ও সিগনেচার আপলোড করতে হবে (50KB-110KB)।

6) আবেদন হয়ে গেলে, এরপর সাবমিট করলেই Application I.D এবং Password পেয়ে যাবেন আবেদনকারীরা।

7) এরপর Pay Now এ ক্লিক করে Application I.D, রেজিস্ট্রার মোবাইল নাম্বার ও Password উল্লেখ করে লগইন করে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

8) পেমেন্টে হয়ে গেলে শিক্ষার্থীরা Application Receipt কপি পেয়ে যাবেন।

9) এরপর বিষয়ভিত্তিক মেধা তালিকা এবং কলেজ ও বিষয়ভিত্তিক আসন সংখ্যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকাশ করা হবে। এরপর উল্লেখিত সময়ে শিক্ষার্থীদের কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে ও 30/10/2025 তারিখ থেকে কলেজের ক্লাস শুরু হবে।

B.Ed Admission 2025 West Bengal Last Date: 12/09/2025

West Bengal B.Ed 2025-27 Admission Online Apply Link:- Apply Now