West Bengal Budget 2025: রাজ্য বাজেটে শিক্ষাখাতে উন্নয়নের জন্য বিশাল বরাদ্দ, বিস্তারিত দেখুন?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

West Bengal Bengal Budget 2025: শিক্ষাখাতে বিপুল বরাদ্দ, রাজ্য বাজেটে বড় ঘোষণা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতের উন্নয়নে বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্কুলশিক্ষা দফতরের জন্য ৪১,১৫৩.৭৯ কোটি টাকা এবং উচ্চশিক্ষা দফতরের জন্য ৬,৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, ঐক্যশ্রী, সবুজসাথী ও শিক্ষাশ্রী প্রকল্পের জন্যও অর্থ বরাদ্দের খতিয়ান তুলে ধরা হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ বাজেট। তাই শিক্ষা খাতে এই বিপুল বিনিয়োগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে অনেকেই মনে করছেন।

https://x.com/egiye_bangla/status/1889644253879411098?t=9KZEIn4Ag5c5jMTuewVYhg&s=19

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।