West Bengal Bengal Budget 2025: শিক্ষাখাতে বিপুল বরাদ্দ, রাজ্য বাজেটে বড় ঘোষণা। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতের উন্নয়নে বড় পদক্ষেপ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। স্কুলশিক্ষা দফতরের জন্য ৪১,১৫৩.৭৯ কোটি টাকা এবং উচ্চশিক্ষা দফতরের জন্য ৬,৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, ঐক্যশ্রী, সবুজসাথী ও শিক্ষাশ্রী প্রকল্পের জন্যও অর্থ বরাদ্দের খতিয়ান তুলে ধরা হয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ বাজেট। তাই শিক্ষা খাতে এই বিপুল বিনিয়োগকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে অনেকেই মনে করছেন।
https://x.com/egiye_bangla/status/1889644253879411098?t=9KZEIn4Ag5c5jMTuewVYhg&s=19