পশ্চিমবঙ্গে ১১৪টি নতুন পদে নিয়োগের ছাড়পত্রঃ আজ বুধবার পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার এক বৈঠকে মোট ১১৪টি নতুন পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে মূলত পূর্ব মেদিনীপুর ও হুগলি জেলার উন্নয়নমূলক উদ্যোগগুলিতে গুরুত্ব দেওয়া হয়েছে।
১০০ জন সিভিক ভলান্টিয়ার নিয়োগঃ
দিঘার নবনির্মিত জগন্নাথধাম মন্দির প্রাঙ্গণ ঘিরে যানবাহন ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ১০০টি শূন্যপদে সিভিক ভলান্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদগুলি বিদ্যমান ছিল, তবে এবার সেগুলিতে নিয়োগের অনুমোদন মিলেছে। আগামী ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে পর্যটক ও ভক্তদের বিশাল ভিড় প্রত্যাশিত, সেই কথা মাথায় রেখেই এই নিয়োগের পদক্ষেপ।
ট্রমা কেয়ার সেন্টারে ১২টি অতিরিক্ত প্যারামেডিক্যাল পদঃ
হুগলির সিঙ্গুরে অবস্থিত ট্রমা কেয়ার সেন্টারে ১২টি নতুন প্যারামেডিক্যাল পদের সৃষ্টি করা হয়েছে।এই নিয়োগের ফলে এলাকার মানুষ আরও ভালো ও দ্রুত চিকিৎসা পরিষেবা পাবে বলে আশা করা যাচ্ছে।
পরিবহণ দফতরের জন্য ২টি আইনি আধিকারিক পদঃ
পশ্চিমবঙ্গ পরিবহণ বিভাগে নতুন করে ২টি আইনি আধিকারিক পদ গঠন করা হয়েছে। এই পদে নিয়োগের ফলে পরিবহণ সংক্রান্ত আইনি বিষয়ে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যাবে।
এই নিয়োগগুলি মূলত রাজ্যের গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রগুলিতে উন্নয়ন ঘটাতে সহায়ক হবে। পর্যটন, চিকিৎসা ও আইন ব্যবস্থার উন্নয়নে এই পদক্ষেপ উল্লেখযোগ্য।
এই ১১৪টি পদের মধ্যে ১০০টি সিভিক ভলান্টিয়ার পদ এবং ১৪টি নতুন পদ রাজ্যের উন্নয়নমুখী ভাবনার প্রতিফলন। দ্রুত এই পদগুলিতে নিয়োগ সম্পন্ন হবে বলে সূত্রের খবর।
Official Notification:- Join Now & Download
Online Apply Link:- Join Now & Apply