মাধ্যমিক পাশে গ্রুপ সি কর্মী নিয়োগ, পশ্চিমবঙ্গে। তাড়াতাড়ি আবেদন করুন
পশ্চিমবঙ্গের চাকুরি প্রার্থীদের জন্য আরও সুখবর। বিভিন্ন শূন্যপদে মাধ্যমিক পাশে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারত সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
পদের নামঃ– স্টেনোগ্রাফার গ্রেড II (Stenographer
Grade-II)
শূন্যপদঃ- মোট শূন্যপদ ১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ- আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে। সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০ টি শব্দ হতে হবে।
বেতনঃ– এই পদে আবদন করলে প্রতি মাসে ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগের স্থানঃ– নিয়োগ করা হবে হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি (Headquarter
111 Sub Area
Bengdubi)।
বয়সঃ– ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নামঃ– লোয়ার ডিভিশন ক্লার্ক(Lower
Division Clerk)।
শূন্যপদঃ– ১ টি মোট শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতাঃ– এই৷ পদে আবপদন করতে চাইলে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে সঙ্গে কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ টাইপিং করার গতি থাকতে হবে।তাহলে আবেদন করতে পারবেন।
বেতনঃ-Lower
Division Clerk পদে প্রতিমাসে ১৯,৯০০ টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগের স্থানঃ– নিয়োগ করা হবে স্টেশন হেডকোয়ার্টার হাসিমারা।
বয়সঃ– আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীরা রয়সের ছাড় পাবেন।
পদের নামঃ- মেসেঞ্জার(Messenger)।
শূন্যপদঃ- মোট ৩ টি শূন্যপদ রয়েছে Messenger পদে।
শিক্ষাগত যোগ্যতাঃ– শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করতে পারবেন Messenger পদে।
বেতনঃ– Messenger পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৮,০০০ টাকা করে।
নিয়োগের স্থানঃ– নিয়োগ করা হবে হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি- ২টি এবং স্টেশন হেডকোয়ার্টার গ্যাংটক- ১টি পদে।
বয়সঃ– আবেদনকারীর বয়স থাকতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
পদের নামঃ– সাফাইওয়ালা(Safaiwala)।
শূন্যপদঃ– মোট শূন্যপদ ১ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ– শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলেই ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতনঃ– প্রতি মাসে ১৮,০০০ টাকা করে বেতন দেওয়া হবে Safaiwala পদে।
নিয়োগের স্থানঃ– নিয়োগ করা হবে হেডকোয়ার্টার ১১১ সাব এরিয়া ব্যাংডুবি।
বয়সঃ– আবেদনকারীর বয়স থাকতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করতে পারবেন না। প্রার্থীকে www.ncs.gov.in এবং www.indianarmy.nic.in এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায়, স্পিড পোস্ট কিংবা রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। নিজে গিয়ে জমা দিয়ে আসলে গ্রহণ করা হবে না(No application will be accepted by hand)। আবেদন ফর্ম ও সমস্ত ডকুমেন্টস এর জেরক্স করে একটি মুখবন্ধ খামে ভরিয়ে, সেই খামের ওপরে লিখতে হবে APPLICATION FOR THE POST OF……………………………… (UR/OBC) (যে পদে আবেদন করবেন সেই পদের নাম)।
আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– Colonel (General Staff), Headquarters 111 Sub Area, Bengdubi Military Station, Post Office – Bengdubi, District- Darjeeling, PIN-734424
আবেদনের শেষ তারিখঃ– আবেদন করতে পারবেন ২০ নভেম্বর ২০২১ পর্যন্ত।
Application Form Download Link:- Click
Notice Download Link:- Click