টেক টিপস

জমির দলিল ডাউনলোড করুন অনলাইনে মোবাইলে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আপনার যদি জমির দলিল হারিয়ে যায় কিংবা ছিঁড়ে যায় অথবা পুরনো হয়ে যায়।তাহলে এখন আপনি খুব সহজেই আপনার জমির দলিলকে ডাউনলোড করে নিতে পারবেন। জমির দলিল ডাউনলোড করার জন্য আপনার কাছে Deed Number থাকতে হবে হবে।কিন্তু আপনার কাছে যদি Deed Number না থাকে, তাহলেও আপনি অনলাইন থেকে Deed Number খুঁজে সেই নাম্বার দিয়ে দলিল ডাউনলোড করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জমির দলিল ডাউনলোড করার জন্য কোনো ডকুমেন্টস লাগবে না। এরজন্য আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হবে, সেটা আপনার পেজের ওপর নির্ভর করবে। দেখুন কিভাবে জমির দলিল ডাউনলোড করবেন…

How To Download West Bengal Deed Number Online:-

প্রথমে আমরা দেখে নিচ্ছি কিভাবে Deed Number খুঁজবেনঃ-

১) প্রথমে আপনাকে e Registration এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Searching Of Deed অপশনে ক্লিক করুন।
৩) এরপর By Seller/Buyer/Party Name অপশনে ক্লিক করুন।
৪) এরপর নাম, জেলার নাম, কোন সালের জমির দলিল এর Deed Number খুঁজতে চান তা লিখে সার্চ করতেই সমস্ত নাম চলে আসবে। এরপর আপনার যেই নাম হয় তা খুঁজে সেই Deed Number লিখে রাখুন।
৫) এরপর e District এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।


৬) এখানে রেজিষ্ট্রেশন এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিন,তারপর লগইন করুন।
৭) এরপর Certificate অপশন থেকে Certified Copy Registration Deed এ ক্লিক করে Apply করুন।
৮) এরপর জেলার নাম,Deed Number দিয়ে সার্চ করে দেখে নিন কতোটাকা আপনার পেমেন্ট করতে হবে।
৯) এরপর আবেদনকারীর নাম,ঠিকানা বসিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে।
১০) এরপর Payment করতেই AIN Number ও স্লিপ পেয়ে যাবেন।
১১) এরপর সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সার্টিফিকেট অপশনে ক্লিক করে AIN Number বসিয়ে দিয়ে ডাউনলোড করে নিন, দলিলটি।

ভিডিও এর মাধ্যমে জানতে এখানে ক্লিক করুনঃ- দেখুন  দেখুন

E Registration Website Link:- Apply

E District Website Link:- Apply 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক

Related Articles

Back to top button