Lok Sabha Election 2024: লোকসভা ভোট কবে আপনার জেলায় ও কত তারিখ দেখুন লিস্ট!
বেঁজে উঠলো লোকসভা ভোটের ঘন্টা। শনিবার লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করেন, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এবার চলতি লোকসভা ভোটে সারা দেশে ভোটার রয়েছে প্রায় 97 কোটি ভোটার। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় 7.58 কোটি ভোটার।
গতবারের ন্যায় এবারও পশ্চিমবঙ্গে হতে চলেছে সাত দফায় ভোটগ্রহণ(Vote) প্রক্রিয়া। শুধু পশ্চিমবঙ্গে সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে তা নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরপ্রদেশ এবং বিহারেও সাত দফায় ভোট (Lok Sabha Election 2024) হবে। এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কোন জেলায় কবে ভোট হতে চলেছে।
West Bengal Lok Sabha Election 2024 List / পশ্চিমবঙ্গে কবে কোথায় লোকসভা ভোট হবে 2024 / লোকসভা ভোট লিস্ট জেলা ভিত্তিক 2024
1) প্রথম দফায় ভোট কোন কোন জেলায় হতে চলেছে ও কবে?
★ প্রথম দফায় ভোট হচ্ছে 19 এপ্রিল শুক্রবার।
★ প্রথম দফায় ভোট হবে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে।
2) দ্বিতীয় দফায় কোথায় ও কবে ভোট শুরু হবে 2024?
★ দ্বিতীয় দফার লোকসভা ভোট শুরু হচ্ছে 26শে এপ্রিল, শুক্রবার।
★ দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে।
3) তৃতীয় দফার লোকসভা ভোট কবে ও কোথায় হচ্ছে দেখুন?
★ তৃতীয় দফায় লোকসভা ভোট শুরু হচ্ছে 7ই মে, মঙ্গলবার।
★ তৃতীয় দফায় ভোট হবে মালদহ উত্তরে, মালদহ দক্ষিণে, মুর্শিদাবাদে এবং জঙ্গিপুরে।
4) চতুর্থ দফায় কবে কোথায় ভোট শুরু হবে 2024?
★ চতুর্থ দফায় লোকসভা ভোট শুরু হবে 13ই মে, সোমবার।
★ চতুর্থ দফায় ভোট হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান – দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূমে।
5) পঞ্চম ধাপে লোকসভা ভোট 2024 কবে কোথায় শুরু হচ্ছে দেখুন?
★ পঞ্চম ধাপে লোকসভা ভোট শুরু হচ্ছে 20 মে, সোমবার।
★ পঞ্চম ধাপে লোকসভা ভোট হবে বনগাঁ, বারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে।
6) ষষ্ঠ ধাপে লোকসভা ভোট কবে ও কোথায় শুরু হচ্ছে দেখুন 2024?
★ ষষ্ঠ ধাপে লোকসভা ভোট শুরু হচ্ছে 25 মে, শনিবার।
★ ষষ্ঠ ধাপে লোকসভা ভোট হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে।
7) সপ্তম ধাপে লোকসভা ভোট কবে ও কোথায় শুরু হচ্ছে দেখুন?
★ সপ্তম ধাপে লোকসভা ভোট শুরু হচ্ছে 1 জুন, শনিবার।
★ সপ্তম ধাপে লোকসভা ভোট হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে।
PARLIAMENTARY ELECTION 2024 Result / Lok Sabha Election Result 2024: লোকসভা ভোটের গণনা 4 জুন, মঙ্গলবার।