চাকরি

প্রাইমারি টেট পরীক্ষা ২০২৩ ফর্ম ফিলাপ ও কি কি ডকুমেন্টস লাগবে, দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education) তরফ থেকে নতুন টেট পরীক্ষা ২০২৩ এর নোটিফিকেশন প্রকাশিত করা হলো। কারা কারা এবারের টেট পরীক্ষা ২০২৩ এ অংশগ্রহণ করতে পারবেন, কি কি ডকুমেন্টস লাগবে? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– Primary TET
যোগ্যতাঃ
১) উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে ৫০% নাম্বার পেয়ে পাশাপাশি ২ বছরের D.El.Ed কোর্স করা থাকতে হবে।

অথবা,

উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে ৫০% নাম্বার পেয়ে পাশাপাশি ৪ বছরের B.El.Ed কোর্স করা থাকতে হবে।

অথবা,

উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে ৫০% নাম্বার পেয়ে পাশাপাশি Diploma Education(Special Education) কোর্স করা থাকতে হবে।

অথবা,

স্নাতক পাশ করা থাকতে হবে, এর পাশাপাশি ২ বছরের D.El.Ed কোর্স করা থাকতে হবে।

SC/ST/OBC/EC/DAC/DH সংরক্ষিত প্রার্থীরা উচ্চমাধ্যমিকে ৪৫% নাম্বার পেয়ে পাশ করলেও আবেদন করতে পারবে।

২) এছাড়াও যারা ইতিমধ্যে D.El.Ed কিংবা D.Ed অথবা B.El.Ed কোর্স এ ভর্তি হয়েছে তারাও আবেদন এর যোগ্য। এছাড়াও যাদের কোর্স ইতিমধ্যেই শেষের দিকে তারাও Primary TET 2023 Exam দিতে পারবে।

TET Exam Pass Marks:- TET 2023 পরীক্ষা হবে ১৫০ নাম্বারের মধ্যে, যেখানে ৬০% নাম্বার পেলে পরীক্ষার্থীরা TET Pass Certificate পেয়ে যাবে। আর সংরক্ষিত প্রার্থীরা ৫৫% নাম্বার পেলেই টেট পাশ সার্টিফিকেট পাবে।

আবেদন ফিঃ– আবেদন করতে হবে অনলাইনে এবং আবেদন ফি ও জমা করতে হবে অনলাইনে। Gen দের জন্য ৫০০ টাকা, OBC দের জন্য 400 টাকা আর SC/ST/DAC/EC প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন ফি অনলাইনে জমা করতে হবে।

TET 2023 Form Fill Up Date:- ১৪/০৯/২০২৩ সন্ধ্যা ৭ টা থেকে আবেদন শুরু হবে।

Primary TET 2023 Form Fill Up Last Date / TET From Fill Up Last Date 2023:- ০৮/১০/২০২৩

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করুন।

কিংবা www.wbbprimaryeducation.org এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নিন।

প্রাইমারি টেট পরীক্ষা ২০২৩ ডকুমেন্টসঃ-
১) পাসপোর্ট সাইজের ফটো।
২) সিগনেচার।
৩) আধার কার্ড।
৪) D.El.Ed মার্কশীট বা ভর্তির রসিদ।

Primary TET 2023 Exam Date:- ১০/১২/২০২৩

Primary TET Online Apply Link/ Website Link:Apply

Primary TET Notification 2023:- Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক 

Related Articles

Back to top button