West Bengal Staff Nurse Recruitment 2025: রাজ্য স্বাস্থ্য দফতরের ২৪৩৬ GNM নার্স নিয়োগ,দেখুন বিস্তারিত

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

West Bengal Staff Nurse Recruitment 2025: নার্সিং প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড (WBHRB) এর তরফ থেকে স্টাফ নার্স ২০২৫ নিয়োগের বিজ্ঞপ্ত প্রকাশিত হয়েছে। রাজ্য স্বাস্থ্য ও কল্যাণ দপ্তরের তরফে সরাসরি ২৪৩৬ জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (GNM) মহিলা ও পরুষ পদে নার্স নিয়োগ করতে চলছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারতীয় নাগরিকত্বের পরিচয় পত্র থাকলেই করতে পারবেন আবেদন। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (১৩ আগস্ট) থেকে এ পদে আবেদনপ্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : স্টাফ নার্স গ্রেড‌-২ জেনারেল নার্সিং অ্যান্ড মিড‌ওয়াইরি( GNM )

পদসংখ্যা: ২৪৩৬ টি।এরমধ্যে, GNM মহিলা – ২,০৯২ এবং GNM পুরুষ – ৩৪৪টি।

বেতন স্কেল: মাসিক মোট বেতন ৩৯,৫০০ টাকা তবে বেসিক ২৯,৮০০ টাকা পাশাপাশি অন্যান্য ভাতা দেওয়া হবে। গ্রেড: ২

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক উত্তীর্ণের পর নার্সিং স্নাতক বা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি (ইন্ডিয়ান নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার্ড হতে হবে এছাড়াও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল-এ Female/Male Nurse Midwifery হিসেবে বৈধ রেজিস্টার্ড থাকতে হবে)। পাশাপাশি বাংলা বা নেপালি ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে।

আবেদনে বয়সসীমা: বয়স সর্বোচ্চ ৩৯ বছর । তাছাড়া সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন সংরক্ষিত প্রার্থীরা ( SC/ST/OBC) 

রাজ্য স্বাস্থ্য দপ্তর নার্স নিয়োগে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ২৫৮২টি শূন্যপদে নিয়োগ! দেখুন বিস্তারিত

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা www.hrb.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২১০ টাকা।

আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২টা পর্যন্ত।

Related News