প্রকল্প

যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্প প্রোফাইল আপডেট করুন ভুল হলে, ১৫০০ টাকা মাসে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের জন্য যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা প্রতি মাসে পেয়ে থাকেন ১৫০০ টাকা করে একাউন্টে সরাসরি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হয় অনলাইনে। আপনি মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে খুব সহজেই আবেদন করতে পারবেন।

যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে আবেদন এর শর্তঃ-

১)পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।এই প্রকল্পে আবেদন করতে গেলে।

২) আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।

৩) আবেদনকারী যদি কোনো সরকারি চাকরির সাথে যুক্ত থাকে তাহলে আবেদন করতে পারবেন না।

৪)আবেদনকারীর বয়স ৪৫ বছরের বেশি হলে হবে না।যে বছর আবেদন করবেন সেই বছরের ১ এপ্রিল অনুযায়ী বয়স হিসাব করা হবে।

৫) রাজ্য সরকারের তরফে কোনো আর্থিক ঋণ নিয়ে থাকলে আবেদন করলে লাভ নাও পেতে পারেন।

যুবশ্রী প্রকল্প অনলাইন আবেদন পদ্ধতিঃ- 

১) যুবশ্রী প্রকল্পে বা বেকার ভাতায় অনলাইনে আবেদন করার জন্য প্রথমে Emolument Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর New Enrollment Job Seeker এ অপশনে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে T&C Accept করে এগিয়ে যান।

৪) এরপর আবেদন ফর্মটি চলে আসবে। সেখানে নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, জিমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ফটো ইত্যাদি আপলোড করে এগিয়ে যান।

৫) পরবর্তী পেজে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে

৬) এরপর ফাইনাল সাবমিট করলেই হয়ে যাবে। এখন আর কোথাও গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে না। এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আইডি পাসওয়ার্ড চলে আসবে।

যুবশ্রী প্রকল্প ভুল সংশোধন / যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্প প্রোফাইল আপডেটঃ-

১) প্রথমে আপনাকে যুবশ্রী প্রকল্প এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর Employer এ ক্লিক করে View / Update Profile এ ক্লিক করুন।

৩) এরপর User Name & Password বসিয়ে দিয়ে লগইন করুন।

৪) এখন আপনার কি কি ভুল হয়েছে তা আপডেট করে নিন।

৫) আপডেট করার পর নিকটবর্তী Exchange Office এ গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে আসতে হবে।

যুবশ্রী প্রকল্প অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ- Apply

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক

Related Articles

Back to top button