2002 Voter List Check: নাম দিয়ে দেখুন আপনার নাম আছে কি না ২০০২ ভোটার লিস্টে! নতুন ফিচার চালু করল নির্বাচন কমিশন

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে ভোটার এসআইআর (Voter SIR), আর তা চলবে ডিসেম্বর মাসের ৪ তারিখ পর্যন্ত। ইতিমধ্যেই সকল ভোটারের বাড়ি বাড়ি ভোটার এনুমেরেশন ফর্ম পৌঁছে দেওয়া থেকে শুরু করে, সেই পূরণ করা ফর্ম সংগ্রহ করার কাজ প্রায় বুথ লেভেল অফিসার (BLO) -রা শেষ করে দিয়েছেন। শুধু তাই নয় সেই ফর্ম সংগ্রহ করে অনলাইন BLO App এর মধ্যে আপলোডের কাজ ও অনেক বুথ লেভেল অফিসার ১০০ শতাংশ শেষ করেছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০০২ সালের ভোটার লিস্ট অনুযায়ী চলছে ভোটার এসআইআর এর কাজ। যাদের নাম কিংবা বাবা মায়ের নাম ২০০২ সালের ভোটার লিস্টে বা শেষ এসআইআর লিস্টে রয়েছে, তাদের অতিরিক্ত নথি জমা করতে হবে না। এতোদিন ভোটাররা তাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে খোঁজার জন্য বা দেখার জন্য একটি সম্পূর্ণ বুথের ভোটার লিস্ট ডাউনলোড করতে হয়েছে। এরফলে হাজার হাজার কিংবা শত শত নামের মাঝে নাম খুঁজে বের করা বেশ কঠিন হয়ে পড়তো। তবে শেষ মুহূর্তে এসে নির্বাচন কমিশন সেই সমস্যার সমাধান চালু করলো।

২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে কিনা কিংবা যেকোনো রাজ্যের শেষ এসআইআর লিস্টে নাম রয়েছে কিনা তা এখন সহজেই নাম দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন ভোটাররা। নির্বাচন কমিশনে তাদের পোর্টালে চালু করলো গুরুত্বপূর্ণ একটি ফিচার। যার মাধ্যমে নাম দিয়ে খুঁজে বের করা যাবে – নিজের নাম কিংবা বাবা মায়ের নাম অথবা ঠাকুমা বা ঠাকুরদা ইত্যাদি ব্যক্তিদের নাম শেষ ভোটার এসআইআর লিস্টে রয়েছে কিনা।

এখন ২০০২ সালের ভোটার লিস্টে নাম খোঁজা লর জন্য পিডিএফ ডাউনলোড করে নাম খুঁজতে হবে না। কমিশন চালু করলো সার্চ অপশন। সেখানে শুধুমাত্র নাম, আত্মীয়র নাম, বিধানসভার নাম ইত্যাদি তথ্য দিয়ে সার্চ করলেই চলে আসবে সেই ভোটারের তথ্য। এরপর দেখে নিতে পারবেন, সেই ভোটারের নাম ২০০২ সালের ভোটার লিস্টে রয়েছে কিনা। যেভাবে কমিশনের পোর্টালে এসে ২০২৫ সালের ভোটার লিস্টে নাৃ রয়েছে কিনা জানা যেত – নাম, আত্মীয়র নাম, বিধানসভা ও রাজ্য ইত্যাদি তথ্য উল্লেখ করে।

নাম দিয়ে সার্চ করে দেখুন ২০০২ সালের ভোটার লিস্টে আপনার নাম বা পরিবারের সদস্যদের নাম রয়েছে কিনা –

১) সর্বপ্রথম আপনাকে নির্বাচন কমিশনের (ECI) অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর ECI এর অফিসিয়াল পোর্টালে থাকা হোম পেজে Search Your Name in Last SIR এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে কোন রাজ্যের শেষ এসআইআর (Voter SIR List) লিস্ট দেখতে চান, সেই রাজ্য সিলেক্ট করুন।

৪) এরপর জেলার নাম, বিধানসভা, ভোট কেন্দ্র, এরপর নাম উল্লেখ করে নিচে থাকা ক্যাপচার কোড উল্লেখ করে সার্চে ক্লিক করতেই নিচে তথ্য চলে আসবে।

All State Last SIR Voter List Check By Name Link:- Click Now

Website Link:- Click Now

Related News