মাধ্যমিক পাশে সরকারি চাকরির নতুন নোটিফিকেশন প্রকাশিত হলো। সারা ভারত তথা পশ্চিমবঙ্গের সকল ছেলে-মেয়ে এই সমস্ত পদে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইন আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে। নিয়োগ করা হচ্ছে MTS অর্থাৎ Multi Tasking Staff সহ বিভিন্ন পদে। যেখানে ১৮ হাজার থেকে শুরু করে মাসিক বেতন দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নামঃ– Multi Tasking Staff(MTS)
যোগ্যতাঃ– Multi Tasking Staff Recruitment 2023 এ আবেদন করতে গেলে,কমপক্ষে মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে
বয়সঃ– আবেদনকারীকে অবশ্যই ৩৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনঃ– এই পদে বেতন দেওয়া হবে Level-1 অনুয়ায়ী ১৮ হাজার টাকা থেকে ৫৬ হাজার ৯০০ টাকা পর্যন্ত।
শূন্যপদঃ– মোট ৪১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে Multi Tasking Staff Recruitment 2023 এ।
পদের নামঃ– ড্রাইভার।
যোগ্যতাঃ– কমপক্ষে মাধ্যমিক পাশ থাকতে হবে। পাশাপাশি Driving Licence থাকতে হবে।
বয়সঃ– Driver Recruitment 2023 পদ আবেদন করার জন্য বয়স থাকতে হবে ২৫ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতনঃ– ড্রাইভার পদে বেতন দেওয়া হবে Level-3 অনুয়ায়ী ২১ হাজার ৭০০ থেকে ৬৯ হাজার ১০০ পর্যন্ত।
শূন্যপদঃ– ৪ টি শূন্যপদে ড্রাইভার পদে নিয়োগ করা হচ্ছে।
আরও পড়ুনঃ-
এছাড়াও আরও বিভিন্ন পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। এরজন্য নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
আবেদন পদ্ধতিঃ– ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য iitkgp.ac.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে অনলাইন আবেদন করতে হবে।
আবেদন ফিঃ– নিয়োগ এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে INDIAN INSTITUTE OF TECHNOLOGY KHARAGPUR এর তরফ থেকে। মোট ৩৬ আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে ১৮২ টি শূন্যপদে। ১ থেকে ২৩ এর মধ্যে যেসমস্ত পদের নাম রয়েছে,সেখানে আবেদন ফি লাগবে SC/ST/PWD/Women প্রার্থীদের ৫০০ টাকা করে আর বাকি প্রার্থীদের ১০০০ টাকা। যা অনলাইন পেমেন্ট করতে হবে। আর বাকি ২৪ থেকে ৩৬ নাম্বারের মধ্যে যেসমস্ত পদের নাম রয়েছে, সেখানে আবেদন করতে লাগবে SC/ST/PWD/Women প্রার্থীদের ২৫০ টাকা বাকি প্রার্থীদের ৫০০ টাকা।
অনলাইন আবেদন লিংক:- ক্লিক
অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোডঃ– ক্লিক
অফিসিয়াল টেলিগ্রাম ও WhatsApp Group এ জয়েন্ট করুন, চাকরির আপডেট সবার আগে পেতে।