প্রকাশিত হলো বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট। তাড়াতাড়ি ডাউনলোড করে দেখে নিন নাম, লিস্টে নাম থাকলে পাবেন প্রতি মাসে 1500 টাকা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মানুষদের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। যার মধ্যে বেকার ছেলে মেয়েদের জন্য রয়েছে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্প। যার মাধ্যমে রাজ্য সরকার বেকার ছেলে মেয়েদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি 1500 টাকা করে পাঠিয়ে থাকেন।
বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে পেয়ে থাকেন। আর এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অনলাইনে আবেদন করতে হবে। বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কোনোরকম আবেদন ফি দিতে হয় না। সম্পূর্ণ বিনামূল্যে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করা যায়।
ইতিমধ্যেই বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হলো। বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করার পর আপনার নাম যদি বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের ওয়েটিং লিস্টে চলে আসে তাহলে, আপনি বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের টাকা পেতে চলেছেন।
বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য Employmentbankwb.Gov.In এই পোর্টালে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় দরকার পরবে আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, বসবাসের প্রমাণপত্র ও পাসপোর্ট সাইজের ফটো। এরপর আবেদন হয়ে গেলে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে আইডি পাসওয়ার্ড চলে আসবে। যা দিয়ে আপনি পরবর্তীতে আবেদনের স্থিতি যাচাই করতে পারবেন।
পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ বিভাগ, কর্মসংস্থান দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে – যাদের যাদের নাম যুবশ্রী প্রকল্পের নতুন অপেক্ষমান তালিকায় (New Waiting List) অন্তর্ভুক্ত হয়েছে। এবং যারা লিস্টে নাম দেখতে চাচ্ছেন, তাঁদেরকে employmentbankwb.gov.in এই পোর্টালে গিয়ে “VIEW YUVASREE WAITING LIST” লিঙ্কে ক্লিক করে নিজদের নাম খুঁজতে হবে। এরপর উপযুক্ত প্রার্থীদের 22/04/2025 তারিখ থেকে 27/05/2025 তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল পোর্টালে এসে Annexure-I পূরণ করতে হবে। এরপর Annexure – I ও II সহকারে সংশ্লিষ্ট নথি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক পাশবই, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ইত্যাদি সহকারে আগামী 02/06/2025 তারিখ থেকে 11/06/2025 তারিখের মধ্যে সংশ্লিষ্ট নিজ নিজ জায়গায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে ভেরিফিকেশন করার জন্য।
employmentbankwb.gov.in থেকে Annexure-I ও Annexure-II ফর্ম ডাউনলোড করতে পারবেন। সমস্ত কিছু শর্ত পূরণ করলে আবেদনকারীরা যুবশ্রী কিংবা বেকার ভাতা প্রকল্পের টাকা পাওয়া শুরু করবেন।
Yuvashree Prakalpa Website Link:- Click
Yuvashree Prakalpa Annexure I Submit Online Link:- Click
Yuvashree Prakalpa New Waiting List 2025 Download PDF:– Download
Yuvashree Prakalpa Status Check Link:– Click
Yuvashree Prakalpa Online Apply Link:- Apply