আধার কার্ড ফ্রীতে ডকুমেন্ট আপডেট এর শেষ তারিখ প্রায় নিকটে। যদি আপনি এখনি পর্যন্ত আধার কার্ড ডকুমেন্টস আপডেট না করে থাকেন তাহলে, নির্দিষ্ট সময়ের পর করলে দিতে হবে জরিমানা। Uidai এর তরফ থেকে বলা হয়েছে আধার কার্ড ডকুমেন্ট আপডেট সেপ্টেম্বর এর ১৪ তারিখ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
আধার কার্ড ডকুমেন্ট আপডেট করার জন্য MyAadhaar Portal এ গিয়ে খুব সহজেই মোবাইল দিয়ে আপডেট করা যাবে। আধার কার্ড ডকুমেন্টস আপডেট করার জন্য দুটো ডকুমেন্টস লাগবে একটি পরিচয় পত্র অপরটি ঠিকানার প্রমাণ পত্র।
Uidai এর তরফ থেকে বলা হয়েছে, যারা আধার কার্ড তৈরি করার পর থেকে এখনো পর্যন্ত আধার কার্ড এর কোনো কিছু পরিবর্তন করেননি। কিংবা যাদের আধার কার্ড তৈরি করার ১০ বছর হয়ে গিয়েছে, তাদের প্রত্যেককে আধার কার্ড ডকুমেন্ট আপডেট করতে হবে। আপনি অনলাইনে কিংবা আধার সেন্টার এ গিয়েও ডকুমেন্টস আপলোড করতে পারবেন।
আধার কার্ড ডকুমেন্ট আপডেট পদ্ধতিঃ-
১) প্রথমে আপনাকে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Log In এ ক্লিক করে আধার কার্ড নাম্বার দিয়ে লগইন করুন। এরপর Document Update এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে Next এ ক্লিক করুন ২ বার।এরপর পরবর্তী পেজে আপনার নাম,বয়স,ঠিকানা চলে আসবে তা মিলিয়ে Next এ ক্লিক করুন।
৪) পরবর্তী ধাপে 2MB এর মধ্যে PDF/JPG/JPEG ফরমাটে ২ টি ডকুমেন্টস লিস্ট থেকে সিলেক্ট করে তা আপলোড করুন।
৫) আপলোড করলেই আপনার আবেদন হয়ে যাবে ও Acknowledgement Slip পেয়ে যাবেন।
Aadhaar Card Website:- ক্লিক
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক