CTET 2022 Notification Out আরও টেট পরীক্ষা দেখুন বিস্তারিত
আপনারা যারা শিক্ষকের চাকরি করতে ইচ্ছুক। আপনাদের প্রত্যেকের জন্য সুখবর। ইতিমধ্যেই টেট পরীক্ষার নতুন আপডেট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে বলা হয়েছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে শিক্ষকতা করার জন্য CTET পরীক্ষায় Qualify করতে হয়। এখানে সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জায়গা থেকে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে এই C-TET পরীক্ষার কেন্দ্র রয়েছে। যেখানে গিয়ে খুব সহজেই পরীক্ষা দিয়ে আসতে পারবেন। আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো, CTET Exam Notification 2022
CTET 2022 (Central Teacher Eligibility Test) -এ Paper- I ও Paper- II দুটো ভাগে পরীক্ষা হয়।
Paper- I ক্লাস I থেকে V পর্যন্ত শিক্ষকতা করার জন্য এখানে আবেদন করতে হবে। আর,
Paper- II হলো ক্লাস VI থেকে VII পর্যন্ত শিক্ষকতা করার জন্য এই পরীক্ষা দিতে হবে। ইচ্ছুক প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী Paper- I ও Paper- II একটি বা দুটি তেই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ- Paper- I এ আবেদন করার জন্য অবশ্যই কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স থাকতে হবে।যারা D.El.Ed কোর্সের ফাইনাল বর্ষে পাঠরত তারাও আবেদন করতে পারবেন।
অথবা,
যেকোনো শাখায় স্নাতক পাশ, সঙ্গে ২ বছরের D.El.Ed কোর্স পাশ করা থাকলেও আবেদন করতে পারবেন।
Paper- II: এখানে আবেদন করার জন্য স্নাতক পাশ থাকতে হবে পাশাপাশি ২ বছরের D.El.Ed কোর্স পাশ করলে আবেদন করা যাবে।
অথবা,
কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করে সঙ্গে ১ বছরের B.Ed কোর্স পাশ করা থাকলেও আবেদন করতে পারবেন।
আবেদন ফিঃ-
Paper- I অথবা Paper- II- ১০০০ টাকা (GEN/ OBC) আর ৫০০ টাকা (SC/ ST/ PWD) প্রার্থীদের।
আর যেসব পরীক্ষার্থীরা দুটো পরীক্ষার জন্য আবেদন করবেন (Paper- I ও Paper-II) তাদের জন্য ১২০০ টাকা (GEN/ OBC) এবং ৬০০ টাকা (SC/ ST/ PWD)।
সিলেবাসঃ–
Paper- I এর,
i) Child Development and Pedagogy (compulsory): 30 Marks
ii) Language I (compulsory): 30 Marks
iii) Language II (compulsory): 30 Marks
iv) Mathematics: 30 Marks
v) Environmental Studies: 30 Marks
মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। সময়সীমা থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট।
Paper- II,
i) Child Development & Pedagogy (compulsory): 30 Marks
ii) Language I (compulsory): 30 Marks
iii) Language II (compulsory): 30 Marks
iv) Mathematics and Science (for Mathematics and Science teacher): 60 Marks
OR, Social Studies/Social Science (for Social Studies/Social Science teacher): 60 Marks
মোট পরীক্ষা হবে ১৫০ নাম্বারের মধ্যে। সময়সীমা থাকবে ২ ঘন্টা ৩০ মিনিট।
CTET 2022 অনলাইন আবেদন খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে
কেন্দ্রীয় শিক্ষকতার পরীক্ষা ২০২২ ডিসেম্বর এর আবেদন খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে,আাশা করা যায় জুলাই 2022 থেকে শুরু হতে পারে। যেখানে অনলাইন আবেদন প্রক্রিয়া আগস্ট 2022 পর্যন্ত করা যাবে। CTET 2022 পরীক্ষা নভেম্বর থেকে ডিসেম্বর 2022 পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা জানতে পারবো।
Website Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক