ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক Retail Id Password ফ্রি, কি কি কাজ দেখুন
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে এখন আধার কার্ড এর কাজ শুরু হয়েছে। আমরা এটাও জানি যে, এখন প্রায় প্রতিটি পোস্ট অফিসে নতুন করে আধার কার্ড আবেদন ও আধার কার্ড এর ভুল সংশোধন, মোবাইল নাম্বার লিংক, ঠিকানা পরিবর্তন, ফটো পরিবর্তন এককথায় সমস্ত কাজ শুরু হয়েছে।
আধার কার্ড এর কাজ গুলো করার জন্য অবশ্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের Retail Id এর প্রয়োজন পরবে। তবে আপনি নিজস্ব একটি Retail Id India Post Payment Bank এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তৈরি করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
India Post Payment Bank Retail Id Create:-
১) প্রথমে আপনাকে India Post এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) উপরে ২টো অপশন আছে একটি Sign In অপরটি Register।
৩) Register এ ক্লিক করতেই ওখানে Retail নামে একটি লেখা দেখা যাবে। ওখানে ক্লিক করুন।
৪) এরপর পরবর্তী পেজে একটি পছন্দ মতো User Id বসিয়ে দিন। এরপর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ও জিমেইল আইডি বসিয়ে দিন ও রেজিস্ট্রার এ ক্লিক করুন।
৫) এরপর আপনার জিমেইল আইডি তে একটি লিংক ও পাসওয়ার্ড আসবে, সেখানে ক্লিক করে Id Activie করুন।
৬) এরপর লগইন করুন আইডি ও পাসওয়ার্ড দিয়ে, এরপর পাসওয়ার্ড পরিবর্তন করে লগইন করুন।
৭) পরবর্তী পেজে কি কি কাজ গুলো করতে পারবেন তা দেখতে পারবেন।
India Post Website Link:- Apply
India Post Retail Id Create Full Apply Video Link:- দেখুন
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক
Aadhaar Enrolment cum Updation Centres
Mainly two (2) types of services are provided in Post Office Aadhaar Centres
Aadhaar Enrolment:-The Enrolment process involves electronic capture of demographic and biometric information of the residents. The Aadhaar Enrolments are done free of cost in Post Offices
Aadhaar Updation:- (i) Demographic Updation such as Name, Email ID, Mobile Number, Address, Date of Birth etc. (ii) Biometric Updations, facial image, 10 finger prints and Iris are updated through post offices.