ট্রেন্ডিং খবর

Jio New Plans 2024: জিও‌ গ্রাহকদের জন্য দুঃসংবাদ রিচার্জ প্ল্যান উর্ধ্বগতি! দিতে হবে মোটা টাকা,দেখুন নতুন প্ল্যান?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রিলায়েন্স জিও ব্যবহারকারীরা একটি বড় ধাক্কা পেতে চলেছেন কারণ কোম্পানি তার মোবাইল প্ল্যানের দাম বাড়িয়েছে (Jio নতুন আনলিমিটেড 5G ডেটা প্ল্যান)। কোম্পানিটি প্রিপেইড ও পোস্টপেইডের প্ল্যান বাড়িয়েছে। জিও গ্রাহক, ভারতের অন্যতম প্রধান সিম‌ কার্ড গুলোর মধ্যে প্রথম শ্রেণীর তাদের আকর্ষণীয় ডেটা প্ল্যান এবং সস্তা কল রেটের জন্য প্রচুর জনপ্রিয় । এই পরিবর্তন অনুযায়ী, গ্রাহকরা এখন থেকে সর্বনিম্ন ১৮৯ টাকা রিচার্জ করতে পারবেন, যা আগে ছিল মাত্র ১৫৫ টাকা। এই নতুন নির্দেশনা ৩ জুলাই কার্যকর হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জিও গ্রাহকদের জন্য দুঃসংবাদ‌ । দাম বাড়ছে রিচার্জের। প্রিপেড গ্রাহকের তারিফ ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানা গিয়েছে। এখন পর্যন্ত, Jio-এর 28 দিনের প্ল্যানের জন্য, একজনকে প্রতি মাসে যথাক্রমে 155, 209, 239, 299, 349 এবং 399 টাকা খরচ করতে হয়েছিল। কিন্তু এখন ব্যবহারকারীদের খরচ করতে হবে 189, 249, 299, 349, 399 এবং 449 টাকা। এর মানে মোটামুটি 20 থেকে 22 শতাংশ বেশি টাকা দিতে হবে। সম্প্রতি বৃহস্পতিবার সংস্থার তরফে প্রিপেড প্ল্যানে রিচার্জ বৃদ্ধির কথা জানিয়েছে।

এখন শর্ত সহ সীমাহীন 5G ডেটা পাওয়া যাবে। আনলিমিটেড 5G ডেটাও বন্ধ! ব্যবহারকারীরা আর প্রতিটি প্ল্যানে সীমাহীন 5G ডেটা উপভোগ করতে পারবে না। এখন শুধুমাত্র সেইসব ব্যবহারকারীরা প্রতিদিন 2GB বা তার বেশি প্ল্যান নিচ্ছেন তারাই এই সুবিধা পাবেন। অর্থাৎ, শুধুমাত্র সেই সমস্ত ব্যবহারকারীরা যারা 299, 349, 399, 533, 719, 999 এবং 2999 টাকার প্ল্যান নিয়েছেন তারাই আনলিমিটেড 5G ডেটার সুবিধা পাবেন।

এর সাথে, কোম্পানি AI চালিত Jio Translate পরিষেবাও শুরু করবে বলে জানা গিয়েছে। তবে চালু হয়েছে নতুন পরিষেবাও, Jio তার ব্যবহারকারীদের সাইবার জালিয়াতির হাত থেকে রক্ষা করতে Jio Safe পরিষেবা চালু করেছে। তবে এর জন্য আপনাকে প্রতি মাসে 199 টাকা দিতে হবে। AI ভিত্তিক Jio Translate পরিষেবাও প্রতি মাসে 99 টাকায় শুরু হয়েছে। যাইহোক, সংস্থাটি তার ব্যবহারকারীদের এই দুটি পরিষেবা এক বছরের জন্য বিনামূল্যে দিচ্ছে।

জিও‌ এর এই সিদ্ধান্ত অনেক গ্রাহকের জন্য অসুবিধাজনক হতে পারে, বিশেষ করে যারা ছোট পরিমাণে রিচার্জ করে থাকেন। এই পরিবর্তনের ফলে গ্রাহকদের এখন থেকে বাড়তি অর্থ ব্যয় করতে হবে তাদের মোবাইল ব্যবহারের জন্য।

  1. 155 টাকার রিচার্জ প্ল্যান 2GB এখন 28 দিনের জন্য দিতে হবে 189 টাকা।
  2. 209 টাকার 1GB প্রতিদিন 28 দিনের জন্য দিতে হবে 249 টাকা।
  3. 239 টাকার 1.5 GB প্রতিদিন 28 দিনের জন্য দিতে হবে এখন 299 টাকা।
  4. 299 টাকায় 2 GB প্রতিদিন 28 দিনের জন্য দিতে হবে এখন 349 টাকা।
  5. 349 টাকায় 2.5 GB প্রতিদিন 28 দিনের জন্য দিতে হবে এখন 399 টাকা।
  6. 399 টাকায় 3 GB প্রতিদিন 28 দিনের জন্য দিতে হবে এখন 449 টাকা।
  7. 479 টাকার 1.5 GB প্রতিদিন 56 দিনের জন্য রিচার্জ করতে হবে এখন 579 টাকা।
  8. 533 টাকায় 2 GB প্রতিদিন 56 দিনের জন্য রিচার্জ করতে হবে এখন 629 টাকা।
  9. 395 টাকায় 6GB সর্বমোট 84 দিনের জন্য রিচার্জ করতে হবে এখন 479 টাকা।
  10. 666 টাকায় 1.5 GB প্রতিদিন 84 দিনের জন্য রিচার্জ করতে হবে এখন 799 টাকা।
  11. 719 টাকায় 2 GB প্রতিদিন 84 দিনের জন্য এখন রিচার্জ করতে হবে 859 টাকা।
  12. 999 টাকায় 3GB প্রতিদিন 84 দিনের জন্য এখন রিচার্জ করতে হবে 1199 টাকা।
  13. 1559 টাকায় 24GB সর্বমোট 336 দিনের জন্য পেতে, এখন রিচার্জ করতে হবে 1899 টাকা।
  14. 2999 টাকায় 2.5 GB প্রতিদিন 365 দিনের জন্য পেতে, এখন রিচার্জ করতে হবে 3599 টাকা।
  15. 15 টাকায় যেখানে 1GB ইন্টারনেট পাওয়া যেতো, তা এখন 19 টাকা এবং 25 টাকায় 2GB ইন্টারনেট এখন 29 টাকা। আর 61 টাকায় 6GB ইন্টারনেট এখন দিতে হবে 69 টাকা।

Airtel New Recharge Plans 2024: জিও এর পর Airtel রিচার্জের দাম বাড়িয়ে দিলো, কত টাকা করে দেখুনঃ ক্লিক করুন

https://x.com/RIL_Updates/status/1806308060752941550?t=Y9d8RMTBsiGEGYpV4LLxRw&s=19

Ealiash Rahaman

বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।

Related Articles

Back to top button