প্রকল্প

কালী পূজোয় দিচ্ছে ২ হাজার টাকা মোদি সরকার,কারা পাচ্ছে দেখুন?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

হাতে গোনা আর কয়কটা দিন,তারপরই দিওয়ালি উৎসব। আর এই উৎসবে কেন্দ্র সরকার দিচ্ছে উপহার?কি সেই উপহার? উপহারে থাকছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ টাকা করে। তবে এই সুবিধা পেতে গেলে নাম নথিভুক্ত করতে হবে। তাহলে কিভাবে নাম নথিভুক্ত করবেন, দেখে নিন আজকের সম্পূর্ণ প্রতিবেদনে। নাম রেজিস্ট্রেশন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কেন্দ্র সরকার দেশবাসীর জন্য বিভিন্ন প্রকল্প ও স্কলারশিপ চালু করেছেন। তার মধ্যে দেশের গরীব কৃষক বন্ধুদের জন্য রয়েছে, একটি গুরুত্বপূর্ণ প্রকল্প PM Kisan Samman Nidhi Yojana। এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে সরাসরি ৬০০০ হাজার টাকা বার্ষিক।

PM Kisan Samman Nidhi প্রকল্পের টাকা ৪(চার) মাস অন্তর অন্তর ২ হাজার টাকা করে মোট বার্ষিক ৬ হাজার টাকা প্রদান করা হয়, আবেদনকারী কৃষকের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে(DBT)। তবে এর লাভ নিতে গেলে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও কৃষকের আধার কার্ড নাম্বার লিংক করে রাখতে হবে। নয়তো এই প্রকল্পের টাকা আসবে না কৃষকের একাউন্টে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে, পরবর্তী কিস্তির টাকা আসতে চলছে ১২ই নভেম্বর এর আগেই। তবে ১২ তারিখের মধ্যে না আসলেও এই চলতি মাসেই কৃষকেরা এই কিস্তির টাকা পেয়ে যাবেন নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

PM Kisan প্রকল্পের টাকা ব্যাঙ্কে আসলো কিনা,চেক করুনঃ-
১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Know Your Status এ ক্লিক করুন।
৩) পরবর্তী ধাপে, রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে সাবমিট করলেই দেখতে পারবেন।

Website Link:Click

Related Articles

Back to top button