টেক টিপস

SC/ST/OBC Cast Certificate Online Apply করুন এইভাবে

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

জাতিগত শংসাপত্র অনলাইন কিভাবে আবেদন( Cast Certificate Online Apply) করবেন তা দেখে নিচ্ছি। আপনি খুব সহজেই SC/ST/OBC সার্টিফিকেট এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন মোবাইল(SC/ST/OBC Cast Certificate Online Application West Bengal) ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে।এছাড়াও কাস্ট সার্টিফিকেট বানানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে তাও দেখে নিচ্ছি….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) প্রথমে আপনাকে কাস্ট সার্টিফিকেট এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
ওয়েবসাইট লিংকঃ-


২)এরপর Application For SC/ST/OBC Certificate অপশনে ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজটি চলে আসবে সেখানে অনলাইন ফর্ম টি ফিলাপ করতে হবে।
৪) সমস্ত কিছু সঠিক ভাবে দেওয়ার পর নিচে Save & Continue এ ক্লিক করতেই পরবর্তী পেজটি আসবে।
৫) পরবর্তী পেজে আপনার বাবা মা কি করে বাৎসরিক আয় কত টাকা তা উল্লেখ করতে হবে(OBC দের জন্য এটি)।ক্লিক করার পর সাবমিট এ ক্লিক করতে হবে।
৬)এরপর পরবর্তী পেজটি চলে আসবে,সেখানে আপনার ফটো আপলোড করবেন পাশাপাশি বয়সের প্রমাণ, বাসস্থানের প্রমাণ ইত্যাদি ডকুমেন্টস নাম্বার বসিয়ে দিয়ে। নিচে বাবা কিংবা মা অথবা নিজের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে।

৭) এরপর পরের পেজে আপনার Acknowledement Slip/Application Slip চলে আসবে তা ডাউনলোড করে প্রিন্ট করে বের করে নিতে হবে। যেখানে যেখানে সিগনেচার করার জায়গা রয়েছে সেখানে সেখানে সই করতে হবে।

এরপর আবেদন পত্রের সঙ্গে আপনার ডকুমেন্টস একসাথে করার পর জমা করতে হবে নিকটবর্তী বিডিও অফিসে বা অঞ্চল অফিসে।

Related Articles

Back to top button