VNIT Non Teaching Recruitment 2026: ২৫,৫০০ টাকা মাসিক বেতনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি, আবেদন শুরু

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি চাকরি খুঁজছেন তাহলে সুখবর! ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ভিশ্বেশ্বরায়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (VNIT) নাগপুরে নন-টিচিং স্টাফ নিয়োগ করবে।  মোট ৪৫টি শূন্যপদ থাকবে।  পদগুলো লাইব্রেরিয়ান থেকে ল্যাব অ্যাটেনডেন্ট পর্যন্ত।  ২৪ জানুয়ারি এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সংস্থার পক্ষ থেকে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা ২৪ জানুয়ারি ২০২৬ থেকে ১ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।

কোন কোন পদে এত নিয়োগ দেখে নিন

১. লাইব্রেরিয়ান:
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ১,৪৪,২০০ টাকা এছাড়াও সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা।
বয়সসীমা: সর্বোচ্চ ৫৬ বছর
শিক্ষাগত যোগ্যতা: ৬০ শতাংশ নম্বর পেয়ে লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স থাকতে হবে।  পাশাপাশি ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

২. সিনিয়র সায়েন্টিফিক/টেকনিক্যাল অফিসার:
পদসংখ্যা:২
বেতন স্কেল: ৭৮,৮০০ টাকা এছাড়াও কেন্দ্রীয় সরকারের ডিএ‌।
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: আপনাকে ৬০ শতাংশ নম্বরসহ B.E. / B.Tech / M.Sc অথবা MCA পাশ হতে হবে। পাশাপাশি ৫ বছরের কাজের অভিজ্ঞতা।

৩. সায়েন্টিফিক / টেকনিক্যাল অফিসার:
পদসংখ্যা: ৩
বেতন স্কেল:৫৬,১০০ টাকা ও ডিএ এবং অন্যান্য কেন্দ্রীয় সরকারি ভাতা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
শিক্ষাগত যোগ্যতা: ৬০ শতাংশ নম্বরসহ আইটি‌ ও কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি অথবা এমসিএ‌ পাশ হতে হবে।
এছাড়াও কম্পিউটার বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

৪. এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার:
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৫৬,১০০ টাকা এছাড়াও সরকারী সুযোগ সুবিধা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে।

৫. সুপারিনটেনডেন্ট:
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৩৫,৪০০ টাকা এছাড়াও সরকারী সুযোগ সুবিধা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর বয়সী।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে তবে এম‌ এস‌ ওয়ার্ড আর এম‌ এস এক্স‌এল এর জ্ঞান থাকতে হবে।

৬. লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট (LIA):
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫ হাজার ৪০০ টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে দুটি ডিগ্রিধারী হতে হবে যে কোনো বিষয়ে ও লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ব্যাচেলর হতে হবে।

৭. জুনিয়র ইঞ্জিনিয়ার:
পদসংখ্যা: ১
বেতন স্কেল: ৩৫,৪০০ টাকা এছাড়াও সুযোগ সুবিধা।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর বয়সী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

৮. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:
পদসংখ্যা: ৮
বেতন স্কেল: ৩৫,৪০০ টাকা এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা
বয়সসীমা: সর্ব্বোচ ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা অথবা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।

৯. সিনিয়র অ্যাসিস্ট্যান্ট:
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ২৫,৫০০ টাকা
বয়সসীমা: সর্ব্বোচ ৩৩ বছর
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ এছাড়াও কম্পিউটারে টাইপিং ও ওয়ার্ড, এক্সেল এ দক্ষ হতে হবে।

১০. সিনিয়র টেকনিশিয়ান:
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ২৫,৫০০ টাকা
বয়সসীমা: ৩৩ বছর মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ এছাড়াও কম্পিউটারে টাইপিং ও ওয়ার্ড, এক্সেল এ দক্ষ হতে হবে।

১১. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট:
পদসংখ্যা: ৩
বেতন স্কেল: ২১,৭০০ টাকা
বয়সসীমা: সর্ব্বোচ ২৭ বছর
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাশ এছাড়াও কম্পিউটারে টাইপিং ও ওয়ার্ড, এক্সেল এ দক্ষ হতে হবে।

১২. টেকনিশিয়ান:
পদসংখ্যা: ১০
বেতন স্কেল:২১,৭০০ টাকা
বয়সসীমা : সর্ব্বোচ ২৭ বছর
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে এছাড়াও দু বছর আইটিআই পাশ ড্রিগী থাকা লাগবে।

১৩. অফিস / ল্যাব অ্যাটেনডেন্ট:
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ১৮ হাজার টাকা
বয়সসীমা: সর্বোচ্চ ২৭ বছর বয়সী
শিক্ষাগত যোগ্যতা: শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেই হবে।

নিয়োগ প্রক্রিয়া: অফিসার পদগুলোর জন্য সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে; আর টেকনিক্যাল ও লাইব্রেরি পদের ক্ষেত্রে MCQ পরীক্ষা ও স্কিল টেস্ট দিতে হবে।

আবেদন ফি: জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য মোট ৩,৩৬০ টাকা লাগবে (২,৩৬০ টাকা অফেরতযোগ্য ফি + ১,০০০ টাকা ফেরত দিবে)।  অন্যদিকে, SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না, তবে তাদের ১,০০০ টাকা ফি হিসেবে জমা দিতে হবে।  যাঁরা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাঁদের এই ১,০০০ টাকা পরবর্তীতে ফেরত দিবে।

আবেদন কিভাবে করবেন
https://ibpsreg.ibps.in/vnitndec25/ অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে।

Notification Download Link: Download Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।