স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ,ইন্টারভিউ এর মাধ্যমে!
রাজ্যে স্বাস্থ্য দপ্তরে নতুন করে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে।নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে আলিপুরদুয়ার চিফ মেডিকেল অফিসারের অফিস থেকে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা নিম্নে উল্লেখিত পদে আবেদন করতে পারবেন। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়ে নিয়োগ করা হচ্ছে।
পদের নামঃ– কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদঃ– ৩ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।
যোগ্যতাঃ– আলিপুরদুয়ার জেলার ANM & GNM প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বয়সঃ– বয়স থাকতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনঃ– কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্য চাকরি প্রার্থীদের প্রতি মাসে ১৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
পদের নামঃ– জেনারেল ডিউটি মেডিকেল অফিসার।
শূন্যপদঃ– ৪টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, এই পদে।
বয়সঃ– সর্বোচ্চ ৬৭ বছর পর্যন্ত বয়স থাকতে হবে।
বেতনঃ– মেডিকেল অফিসার পদে যোগ্য প্রার্থীদের বেতন থাকবে প্রতি মাসে ৬০ হাজার টাকা করে।
যোগ্যতাঃ– MBBS ডিগ্রি থাকতে হবে,পাশাপাশি ১ বছরের ইন্টার্নশিপ করা থাকলে এই পদে আবেদন করা যাবে।
এছাড়াও আরও পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া আবেদন ফর্মটি ও অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। অর্থাৎ ইন্টারভিউ এর দিন উপযুক্ত ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে।পাশাপাশি জেনারেল প্রার্থীদের ১০০ টাকা ডিমান্ড ড্রাফট কাটতে হবে ও সংরক্ষিত প্রার্থীদের ৫০ টাকা।
ইন্টারভিউ এর স্থানঃ– Office of the Chief Medical Officer of Health, Alipurduar, Babupara, Maya Talkies Road,Ward No-12, Pin-736121
সময়ঃ– 12/10/2023- 11.00 A.M
Website Link:- Click
Official Notification & Application From Download:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক