পশ্চিমবঙ্গের চাকরি (West Bengal Job Vacancy 2025) প্রার্থীদের জন্য সুখবর দিলো, রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তর। এই দপ্তর থেকে অষ্টম শ্রেণি পাশ শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে। এর জন্য দিতে হবে না লিখিত পরীক্ষা! হ্যাঁ লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ (Job Interview) এর মাধ্যমে যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে।
আজকের প্রতিবেদনে দেখে নিন, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগ করা হচ্ছে, কত টাকা করে মাসিক (Salary) বেতন রয়েছে, আবেদন কতদিন পর্যন্ত চলবে? আবেদন করার জন্য বয়সসীমা কি চাওয়া হয়েছে? বিস্তারিত ধাপে ধাপে দেখে নিন আজকের প্রতিবেদনের মধ্যে।
আপনি যদি বাংলায় কথা বলতে, বাংলায় লিখতে ও বাংলা কথা বুঝতে পারেন – তাহলে অষ্টম শ্রেণি পাশে যে দুটি পদে নিয়োগ করা হচ্ছে সেখানে আবেদন জানাতে পারবেন। একটি হল কুক, অপরটি হেল্পার পদ। এই দুটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অষ্টম শ্রেণি পাশ যোগ্যতায় পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে ২১ বছর বয়স ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। এছাড়াও বাংলা ভাষা পড়া, শোনা ও লেখার দক্ষতা থাকতে হবে। কুক পদে মাসিক বেতন থাকবে ৭০০০ টাকা করে, অপরদিকে হেল্পার পদে মাসিক বেতন থাকবে ৫০০০ টাকা করে।
এছাড়াও সুপারিনটেনডেন্ট (Superintendent) পদেও নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী উল্লেখিত তিনটি পদে বয়সের ছাড় পাবেন প্রার্থীরা। সুপারিনটেনডেন্ট পদে মাসিক বেতন রয়েছে ১০,০০০ টাকা করে।
শুধুমাত্র সুপারিনটেনডেন্ট পদে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী বাছাই করা হবে। এই পদে ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা হবে (ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান ও গণিত) এবং ২৫ নাম্বারের ওপর ইন্টারভিউ। অপরদিকে কুক ও হেল্পার পদে শুধুমাত্র ২৫ নাম্বারের ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী বাছাই করা হবে, কোনো লিখিত পরীক্ষা হবে না। নিয়োগ করা হচ্ছে – Nehrunagar ST Girls’ Ashram Hostel, Nabagram, Murshidabad, under the Tribal Development Department, Government of West Bengal। আরও বিশদে জানতে অবশ্যই অফিসিয়াল পোর্টাল ও নোটিশ দেখুন।
কুক ও হেল্পার পদ আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে –
১) বসবাসের সার্টিফিকেট,
২) জন্মের প্রমাণ পত্র,
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ,
৪) আধার কার্ড,
৫) ভোটার কার্ড,
৬) জাতিগত শংসাপত্র (যদি থাকে),
৭) অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থাকে),
৮) ৩ কপি পাসপোর্ট সাইজের ফটো।
সুপারিনটেনডেন্ট পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে –
১) মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড,
২) স্নাতক পাশ মার্কশীট বা সার্টিফিকেট, (সুপারিনটেনডেন্ট পদের জন্য),
৩) জাতিগত শংসাপত্র (যদি থাকে),
৪) আধার কার্ড,
৫) ভোটার কার্ড,
৬) ৩ কপি পাসপোর্ট সাইজের ফটো।
সুপারিনটেনডেন্ট, কুক ও হেল্পার পদে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করা যাবে ২৯/১০/২০২৫ তারিখ থেকে ১২/১১/২০২৫ তারিখ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম প্রিন্ট করে সঠিকভাবে ফিলাপ করে উপযুক্ত নথি সহকারে, বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় ( P.O-CUM-D.W.O, BCW&TD, ROOM NO: 313, NEW ADMINISTRATIVE BUILDING, BERHAMPORE, MURSHIDABAD, PIN-742101) গিয়ে নির্দিষ্ট ড্রপ বক্সে জমা করতে হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
West Bengal Helper, Cook & Superintendent Recruitment Notification 2025: Download
Application Form: Download













