শিক্ষা

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 চেক করার ডাইরেক্ট লিংক দেখুন! সবার আগে রেজাল্ট দেখুন!

আজ উচ্চ মাধ্যমিক ফলাফল 2024। পরীক্ষার্থীরা নিচের এই সমস্ত ওয়েবসাইট ও মোবাইল App থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 দেখতে পারবে।

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আজ আর কিছুক্ষন পরেই প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক ফলাফল 2024(HS Result 2024)। স্কুল জীবনের সবচেয়ে বড়ো পরীক্ষা হলো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024। আজ তারই ফল প্রকাশ করতে চলছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 16ই ফেব্রুয়ারী আর পরীক্ষা শেষ হয় 29শে ফেব্রুয়ারী। আজ পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 চেক করতে পারবে অনলাইনে। দেখুন কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 চেক করা যাবে।

আজ উচ্চ মাধ্যমিক ফলাফল 2024 ঘোষণা হলেও, পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 হাতে পাবেন 10ই মে। যে সমস্ত পোর্টাল থেকে সবার আগে HS Result 2024 Check করা যাবে, তা নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

HS Result 2024 Online Check / How To Check HS Result 2024 Online / WB HS Result 2024 / Higher Secondary Result 2024

১) প্রথমে আপনাকে wbresults.nic.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর ওয়েবসাইটের হোম পেজে Latest Announcement এর নিচে থাকা West Bengal Council of Higher Secondary Education Examination 2024 লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার উচ্চ মাধ্যমিক এডমিট কার্ডে থাকা রোল নাম্বার উল্লেখ করুন।
৪) রোল নাম্বার উল্লেখ করার পর, নিচে থাকা ক্যাপচার সংখ্যাটি উল্লেখ করে সাবমিটে ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে আপনার সামনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 চলে আসবে।

WB HS Result 2024 Check Link:- Click

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 কিভাবে দেখবেন, দেখুন / WB 12 Result 2024 Online Check / WBCHSE Result 2024

১) প্রথমে আপনাকে www.md360news.com এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরজন্য গুগলে এসে Md 360 News লিখে সার্চ করুন। আপনার সমানে Md 360 News এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে।
৩) এরপর Md 360 News পোর্টালে থাকা হোম পেজে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024, এখানে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে HS Admit Card দেখে রোল ও নাম্বার উল্লেখ করুন।
৫) এরপর নিচে থাকা ক্যাপচার সংখ্যা উল্লেখ করে, সাবমিটে ক্লিক করুন।
৬) আপনার সামনে, আপনার উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 চলে আসবে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 দেখার ডাইরেক্ট লিংক:- Click

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 দেখুন এইভাবে সবার আগে অনলাইনে / উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 অনলাইন চেক / How To Check HS Result 2024 Online Website

১) প্রথমে আপনাকে sangbadpratidin.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।

২) এরপর হোম পেজে উপরে দেখুন, উচ্চ মাধ্যমিকের ফলাফল 2024 লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার উচ্চ মাধ্যমিক এডমিট কার্ডে থাকা রোল ও নং একসঙ্গে উল্লেখ করে দিন।
৪) এরপর নিচে থাকা View Result এ ক্লিক করুন।
৫) View Result এ ক্লিক করতেই, আপনার সামনে উচ্চ মাধ্যমিক রেজাল্ট চলে আসবে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 অনলাইনে দেখার লিংক:- Click

উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 দেখুন মোবাইল App এর মাধ্যমে / WBCHSE Results Mobile APP

১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে WBCHSE Results App টি ডাউনলোড করে নিতে হবে।

২) App Download হয়ে গেলে, App টি ওপেন করুন।
৩) এরপর আপনার মোবাইল নাম্বার, নাম ও Stream – Arts, Commerce, Science, Vocational উল্লেখ করে রেজিস্ট্রারে ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আপনার রোল নং উল্লেখ করে সাবমিটে ক্লিক করতেই, উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 চলে আসবে।

WBCHSE Results App Download Link:- Download 

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button