West Bengal Staff Nurse Recruitment 2025: নার্সিং প্রার্থীদের জন্য সুখবর। রাজ্য স্বাস্থ্য নিয়োগ বোর্ড (WBHRB) এর তরফ থেকে স্টাফ নার্স ২০২৫ নিয়োগ বেসিক বিএসসি নার্সিং (মহিলা), পোস্ট বেসিক বিএসসি নার্সিং (মহিলা) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর।
আজ ১৩ আগস্ট থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৩ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত। আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা মাসিক বেতন সহ বিস্তারিত।
পদের নাম: স্টাফ নার্স গ্রেড-২ (Basic ও Post Basic B.Sc. Nursing)
পদসংখ্যা: বেসিক বিএসসি – ২৩৩০ পোস্ট এবং বেসিক বিএসসি – ২৫২ টি। সর্বমোট পদসংখ্যা ২৫৮২টি।
বেতন স্কেল: প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩৯,৫০০ টাকা। যার মধ্যে বেসিক ২৯,৮০০ টাকা। এছাড়াও ডিএ এসবেরও সুবিধা রয়েছে। গ্রেড: ২য়
যোগ্যতা: প্রথমত, আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। নার্সিং বিষয়ে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং সংশ্লিষ্ট রাজ্যের নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যেকোনো কলেজ থেকে বেসিক বি.এসসি. নার্সিং বা পোস্ট বেসিক বি.এসসি. নার্সিং কোর্স সম্পন্ন করতে হবে। এর পাশাপাশি, প্রার্থীর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল-এ ফিমেল নার্স মিডওয়াইফারি কাউন্সিল থেকে রেজিষ্ট্রাড হতে হবে।এছাড়াও আবেদনকারীকে বাংলা বা নেপালি ভাষায় সাবলীলভাবে কথা বলতে ও লিখতে জানতে হবে। এই যোগ্যতাগুলো পূরণ করলেই প্রার্থী স্টাফ নার্স পদে আবেদন করার সুযোগ পাবেন।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৯ বছর। এছাড়াও SC/ST/OBC প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://www.hrb.wb.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ২১০ টাকা। তবে SC/ST প্রার্থী এবং প্রতিবন্ধী প্রার্থীরা (যাদের সনদ বিজ্ঞপ্তি প্রকাশের আগে ইস্যু হয়েছে) আবেদন ফি দিতে হবে না।