১৫০০ টাকা মাসে সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে সরকার, আবেদন করুন বেকার ভাতা প্রকল্পে

Published By: MD 360 NEWS | Updated:

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য Yuvashree Prakalpa চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার ছেলে মেয়েরা প্রতি মাসে তাদের একাউন্টে ১৫০০ টাকা করে পেয়ে থাকেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি যদি সেই আবেদনকারী কেনো রকম সরকারি চাকরি না করে থাকে তাহলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে:-

১) নাম ও জন্ম তারিখ প্রমাণ হিসাবে – মাধ্যমিক এডমিট কার্ড / মাধ্যমিক পাশ সার্টিফিকেট / ট্রান্সফার সার্টিফিকেট কিংবা জন্ম সার্টিফিকেট।
২) বসবাসের প্রমাণপত্র – রেশন কার্ড / ভোটার কার্ড / পাসপোর্ট / আধার কার্ড।
৩) জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
৪) শারীরিক অক্ষমতা সার্টিফিকেট (যদি থাকে)।
৫) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র – রেজাল্ট অথবা সার্টিফিকেট।

Yuvashree Form Fill Up Online 2023.Bekar Vata Online Apply 2023 West Bengal.Bekar Vata In West Bengal

১) প্রথমে আপনাকে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর New Enrollment Job Seeker এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে T&C বক্সে টিক মার্ক দিয়ে Accept & Continue এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Personal Information, Contact Information, Education Details, Language, Physical Measurement ইত্যাদি বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৫) এরপর পরবর্তী পেজে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে 20KB থেকে 100KB এর মধ্যে PDF আকারে। আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

Yuvashree Prakalpa Website Link:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্প নিয়ে কোনো অভিযোগ কিংবা জানার থাকলে যোগাযোগ করুন (Yuvashree Prakalpa Helpline / Phone Call Number)