ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির ফর্ম ফিলাপ শুরু হলো

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গার ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন Data Entry Operator পদে,কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কত টাকা করে দেওয়া হবে? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– ডাটা এন্ট্রি অপারেটর।
বেতনঃ– ১৩ হাজার টাকা করে প্রতি মাসে।
বয়সঃ– ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
যোগ্যতাঃ– স্নাতক কম্পিউটার এপ্লিকেশন করা থাকতে হবে।

ডকুমেন্টসঃ– ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য যা যা নথি লাগবে তা হলো-
১) বয়সের প্রমাণ পত্র।
২) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র।
৩) কম্পিউটার সার্টিফিকেট।
৪) জাতিগত শংসাপত্র (যদি থাকে)
৫) আরও অন্য কোনো ডকুমেন্টস থাকলে।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে।এরজন্য আবেদন ফর্মটি প্রিন্ট করে ফিলাপ করতে হবে কিংবা বায়ো ডাটা তৈরি করতে হবে।এবং সাথে সমস্ত ডকুমেন্টস একসাথে করে নিচে উল্লেখ করা ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানাঃ– To The Office Of The Block Development Officer, Nalhati-ii Development Block, Lohapur Birbhum

নিয়োগ করা হবে ১ বছরের জন্য।যদি আপনার কাজে আধিকারিকরা সন্তুষ্ট হয়ে থাকে তাহলে কাজের মেয়াদ আরও বাড়তে পারে।

আবেদনের শেষ তারিখ ২৬/০৪/২০২৩।

Notification & Bio Data Download Link:- View

Website Link:- ক্লিক

Related News