যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট 2023,নাম থাকলে ১৫০০ টাকা মাসে মাসে পাবেন

Published By: MD 360 NEWS | Updated:
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্য সরকার বেকার ছেলে মেয়েদের জন্য যুবশ্রী প্রকল্প কিংবা বেকার ভাতা প্রকল্প চালু করেছেন। বেকার ভাতা প্রকল্পে পশ্চিমবঙ্গের যেকোনো বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন(yuvashree form fill up online 2023)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করলে সম্পূর্ণ বিনামূল্যে প্রতি মাসে বেকার যুবক যুবতীদের একাউন্টে ১৫০০ টাকা করে পাঠানো হয় রাজ্য সরকারের তরফ থেকে। বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। পাশাপাশি কোনরকম সরকারি চাকরি করলে এই প্রকল্পের লাভ পাওয়া যাবে না।

আপনি যদি বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে আবেদন করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য। কেননা, যুবশ্রী প্রকল্পের নতুন নামের লিস্ট প্রকাশিত করলো Employment Bank।

Yuvashree Prakalpa New List এ যদি আপনার নাম থাকে তাহলে নিচের নোটিশ টি পড়ুন।

বেকার ভাতা নতুন নামের লিস্টে কিভাবে নাম খুঁজবেন।যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট।

১) প্রথমে আপনাকে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর VIEW YUVASREE WAITING LIST এ ক্লিক করে নতুন নামের লিস্ট ডাউনলোড করে নিন।
৩) এরপর আপনার নাম খুঁজে নিন।

Website Link:- Click

Yuvashree Prakalpa Status Check:-

যুবশ্রী প্রকল্পে আবেদন করার পী কিভাবে আপনার আবেদনের Status চেক করবেন-

১) এরজন্য প্রথমে আপনাকে Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর VIEW STATUS FOR ENROLLMENT AND YUVASREE তে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার Jobseeker Id বসিয়ে দিয়ে Status Check করুন।

Yuvashree Prakalpa New Waiting List:- Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author