New Job Update News: রাজ্যে রেলের টিকিট বিক্রি পদে কর্মী নিয়োগ 2024,আবেদন করুন!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

রাজ্যে Eastern Railway/Sealdah থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আবেদন করতে পারবেন রাজ্যের আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। যদি আপনি রেলের টিকিট বিক্রি করতে ইচ্ছুক থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনাদের জন্য।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে Halt Contractor পদে। আজকের প্রতিবেদনে দেখে নিন এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়স সীমা কত চাওয়া হয়েছে, মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে, আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে? বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।

Halt Contractor পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। যদিও বিজ্ঞপ্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স উল্লেখ করা হয়নি।

কর্মরত প্রার্থীদের বেতন দেওয়া হয় এই পদে, টিকিট বিক্রি করার উপর কমিশন ভিত্তিক। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন ফর্ম জমা করতে হবে Sr. Divisional Commercial Manager’s Office, Eastern Railway, Sealdah, DRM Building,
Room No.44, Kaizer Street, Kolkata -700014 এই ঠিকানায় 18/03/2024 তারিখের মধ্যে।

Eastern Railway/Sealdah Halt Contractor Recruitment Notification 2024:- Download